v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ

প্রথম তিন মাসে চীনের ইয়ুন নান প্রদেশে ঋণের পরিমাণ ৮০.৩ বিলিয়ন ইউয়ান বেড়েছে
2009-06-04 20:38:15
সম্প্রতি ইয়ুন নান প্রদেশের বাণিজ্য বিভাগ জানিয়েছে, বর্তমানে ইয়ুন নান প্রদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কুন মিং থেকে ইয়াগং ও লাওস; কুন মিং থেকে ব্যাংকক এবং কুন মিং থেকে হানয় এ তিনটি অর্থনৈতিক সড়ক নির্মানের পরিকল্পনা করেছে। এ তিনটি সড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল চিয়ে কাও-মু চিয়ে, মো হান-মো তিং এবং হো খৌ-লাও চিয়ে-তে দু'দেশের যৌথ পরিচালাধীন বিশেষ সুবিধাজনক ও নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। বৈদেশিক সহযোগিতামূলক অঞ্চল গড়ে তোলার মাধ্যমে সীমান্ত স্থানে জনগণের কল্যাণ বয়ে আনা এ অঞ্চলগুলোর লক্ষ্য।

জানা গেছে, চিয়ে কাও সীমান্ত বাণিজ্য অঞ্চল চীনের প্রথম অঞ্চল যেখানে "ভিতর ও বাহির" বিশেষ তত্ত্বাবধান নীতি প্রণয়ন করা হচ্ছে। এ অঞ্চলে ১১৪টি প্রকল্প নির্মানের কথা রয়েছে। যার পরিমাণ ১.৫৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে এবং বৈদেশিক পুঁজির পরিমাণ ৫০ লাখ মার্কিন ডলার হবে মো হান অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল চীনের শুধুমাত্র লাওসমুখী জাতীয় পর্যায়ের নৌ বন্দর। এ অঞ্চলে নির্মিত মো হান আমদানি ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার আয়তন ৫.৬ বর্গকিলোমিটার এবং এতে মোট ৫৩ কোটি ইউয়ান পুঁজি বিনিয়োগ করবে। এ এলাকাকে ইয়ুন নান প্রদেশের গুরুত্বপূর্ণ শিল্পজাতির এলাকা হিসেবে সমর্থন করা হবে। হো খৌ সীমান্ত অর্থনৈতিক সহযোগিতামূলক অঞ্চল ১৯৯২ সালে রাষ্ট্রীয় পরিষদের অনুমোদন পেয়েছে। এ অঞ্চলে ১৮৪টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। কাঠামোগত ব্যবস্থাপনার জন্য এখানে প্রায় ১০০ কোটি ইউয়ান পুঁজি বিনিয়োগ করা হয়েছে। গত জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ ৩টি বন্দরে আমদানি ও রপ্তানির পরিমাণ পৃথক পৃথকভাবে ৬০.৪ কোটি, ১৩.৬ কোটি এবং ৫৫ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

ইয়ুন নান প্রদেশের হো খৌ সীমান্ত অর্থনৈতিক সহযোগিতা অঞ্চল উন্নয়নের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর জন্য ৮.৯ লাখ মার্কিন ডলার ও প্রদেশের সরকারকে ৮.৯ লাখ মার্কিন ডলারের সাজ সবন্তাম সেট সরঞ্জাম দেয়া হবে।

ইয়ুন নান প্রদেশের বাণিজ্য বিভাগের লাংছাং-মেগো উপসাগরীয় অঞ্চলে আর্থ-বাণিজ্যিক উন্নয়ন কেন্দ্র চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য একাডেমী, রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন ও গবেষণা কেন্দ্র এবং চীনের সংস্কার ও উন্নয়ন কেন্দ্রের সামষ্টিক অর্থনীতি একাডেমী থেকে বিশেষজ্ঞদের সঙ্গে বৈদেশিক সহযোগিতামূলক অঞ্চল নিয়ে গবেষণা করছে। এ সংক্রান্ত রিপোর্ট ২০০৮ সালের শেষ দিকে সম্পন্ন হবে। একই সঙ্গে চিয়ে কাও-মু চিয়ে বৈদেশিক অর্থনৈতিক সহযোগিতামূলক অঞ্চল ও মো হান-মো তিং বৈদেশিক অর্থনৈতিক সহযোগিতামূলক অঞ্চল গড়ে তোলার যোগ্যতা সংক্রান্ত কাজও চলছে। (ওয়াং তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China