v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের হাইনান প্রদেশের লি জাতির প্রেম উত্সব
2009-06-02 20:58:44

প্রতি বছরের ১৪ই এপ্রিল পাশ্চাত্য দেশগুলোর প্রেম উত্সব । চীনের হাইনান প্রদেশের লি সংখ্যালঘু জাতির মধ্যেও স্থানীয় বৈশিষ্ট্যসম্পন্ন প্রেম উত্সব উদযাপন করা হয় । প্রতি চন্দ্রবর্ষের তৃতীয় মাসের তৃতীয় দিনকে লি জাতির প্রেম উত্সব বলা হয় । প্রতি বছরের ঐ দিন হাইনানের বিভিন্ন অঞ্চলের জনগণ আনন্দের সঙ্গে নাচ গান করেন । এতে তাদের জীবনযাপনের শুভ কামনা , পরিশ্রমের ভালবাসা এবং প্রেমের আশা-আকাঙ্ক্ষা ফুটে ওঠে । আজ এ অনুষ্ঠানে হাইনানের লি জাতির প্রেম উত্সব সম্পর্কে আপনাদের কিছু বলছি আমি…

লি জাতির প্রেম উত্সবের ইতিহাস সুদীর্ঘকালের । সেই প্রাচীনকাল থেকে প্রতি বছরের চন্দ্রবর্ষের তৃতীয় মাসের তৃতীয় দিন লি জাতির জনগণ উত্সবের পোষাক পরে সবাই একসঙ্গে মিলিত জমায়েত হন । আড়ম্বরপূর্ণ উত্সব উদযাপনের জন্য তারা এক সাথে প্রাণ খুলে গান গাইতেন , নাচতেন এবং বাদ্যযন্ত্র ব্যবহার করে সংগীত বাজাতেন ।

প্রায় ১ হাজার বছর আগে চীনের প্রাচীনকালের সুং রাজ্য বংশ আমলের গ্রন্থেও লি জাতির প্রেম উত্সব বিষয়ক কাহিনী লেখা আছে। উত্সবের সময় যুবক-যুবতীর আরো উদ্দীপনার মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করতেন । এ বার্ষিক উত্সবের উত্স ও ঐতিহ্য সম্পর্কে লি জাতির একজন অধিবাসী ওয়াং স্যু পিং বলেন ,

অতি প্রাচীনকালে একবার বিশাল বন্যা হয় । বন্যায় অগণিত মানুষ মারা যায় এবং বিস্তীর্ণ কৃষি জমি নষ্ট হয় । তখন শুধু থিয়ান ফি ও গুয়ান ইং নামে একটি ছেলে ও একটি মেয়ে বেঁচে থাকে । বন্যার কবল থেকে রেহাই পাওয়ার জন্য তারা অনেক কষ্টে দক্ষিণ চীনের হাইনান দ্বীপে চলে যায় । মানব জাতির বংশ বিস্তারের জন্য চন্দ্রবর্ষের তৃতীয় মাসের তৃতীয় দিন তারা বিয়ে করেন । তখন থেকে লি জাতির লোকরা হাইনান দ্বীপে বসবাস করতে শুরু করেছেন । লি জাতির বংশ বিস্তারের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য প্রতি বছরের এ দিন এ জাতির বংশধররা স্মৃতি অর্পণ করেন । এর পাশাপাশি চন্দ্রবর্ষের তৃতীয় মাসের তৃতীয় দিনকেও যুবক-যুবতীর মধ্যকার প্রেম উত্সব বলে নির্ধারণ করা হয়েছে ।

প্রতি বছরের চন্দ্রবর্ষের তৃতীয় মাসের তৃতীয় দিন হাইনানের তুংফাং শহরে বসবাসকারী লি জাতির অধিবাসীরা উত্সবের পোশাক পরেন , তারা মদ ও ভাতসহ নানা রকম খাবার দাবার নিয়ে এক সংগে মিলিত হন । নাচ গান , খেলাধূলা , তীরন্দাজ ও শুটিংসহ বিচিত্র আমোদ প্রমোদের মাধ্যমে তারা উত্সব উদযাপন করে থাকেন । সান ইয়া শহরে বসবাসকারী লি জাতির অধিবাসীরা মাংস , মদ ও ভাত দিয়ে পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে উপাসনা করেন । পূর্বপুরুষরা তাদের পরিবার পরিজনের সুখী জীবন ও বাম্পার ফলন পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

প্রতি বছরের এ দিন উ চি পার্বত্য এলাকা ভীষণ আনন্দে মুখরিত হয়ে ওঠে । গত বছরের প্রেম উত্সবের সৌন্দর্যময় পরিবেশ প্রসঙ্গে লি জাতির মেয়ে আ তেন আবেগের সঙ্গে বলেন , ভোরে আ তেন ও অন্যান্য মেয়েরা উত্সবের পোষাক পরে উ চি সান পাহাড়ী অরণ্যে যান । যখন সূর্যোদয় হয় , তখন রঙিন ছাতাধারী তরুণ ও তরুণীদের মধ্যে প্রেমের গানের প্রতিযোগিতা শুরু হয় ।

গানে বলা হয় , তরুণ-তরুণীরা পরম ভালবাসে । তাদের ভালবাসা মহারণ্যের লতা ও শিকড়ের মতো পিঠাপিঠি । এ সময় তরুণ ও তরুণীরা যদি ভালবাসে , তাহলে তারা প্রেমে পড়বে । প্রেমিক প্রেমিকরা আলাপ আলোচনা করে , পরস্পরের প্রতি উপহার বিনিময় করে । আতেন নামে একজন তরুণী সংবাদদাতাকে বলে , তার বাবা মা গান গাওয়ার মাধ্যমে প্রেমে পড়েন । অবশেষে তারা বিয়ে করেন ।

চন্দ্র বর্ষের তৃতীয় মাসের তৃতীয় দিন লি জাতির প্রেম উত্সব । এ দিন লি জাতির মেয়েরা উত্সবের পোষাক পরে । তারা সৌন্দর্য খুব পছন্দ করে । তরুণরা আগ্রহের সঙ্গে প্রেম উত্সবের অপেক্ষায় আছে । কারণ এ দিন গান গাওয়ার মাধ্যমে তারা বহু মেয়ের পরিচিত হতে পারে ।

লি জাতির প্রেম উত্সবে তরুণ তরুণীরা এক সাথে জমায়েত হয় । তাদের প্রফুল্লতার সঙ্গে নৃত্য পরিবেশনের প্রয়োজন । এ ধরনের নৃত্য পরিবেশনের অনুষ্ঠানে সাধারণত ১২ থেকে ১৬ জন অংশ নেয় । তরুণী আতেন বলেন ,

নৃত্য পরিবেশনও লি জাতির তরুণ তরুণীদের প্রেম করার এক ধরনের পদ্ধতি । নৃত্য পরিবেশনের মাধ্যমে তরুণ তরুণী তাদের প্রেমাষ্পদকে খুঁজে পেয়ে থাকে ।

চন্দ্র বর্ষের তৃতীয মাসের তৃতীয় দিন তরুণ তরুণী দিন রাত প্রফুল্লতার সঙ্গে নাচ গান করে । এর মাধ্যমে অবিবাহিত ছেলেমেয়েরা প্রেমের বন্ধনে আবদ্ধ হয় ।

গান ও নাচের মাধ্যমে তরুণ তরুণীরা প্রেম নিবেদন করে । যখন চন্দ্র বর্ষের তৃতীয় মাসের তৃতীয় দিন , তখন লি জাতির অবিবাহিত তরুণ তরুণীরা দিন রাত এক সাথে গান গায় ও নাচে , আলাপ-আলোচনা করে , আমোদ প্রমোদ করে এবং অবশেষে ভালবাসে । যারা প্রেমে পড়ে , তারা পরস্পরের প্রতি উপহার বিনিময় করে । তরুণীরা নিজেদের হাতে বোনা রঙিন কোমরবন্ধ তরুণদের কোমরে জড়িয়ে দেয় । প্রত্যুত্তরে তরুণরা তাদেরকে অলংকারও উপহার দেয় । তারা আগামী বছরের তৃতীয় মাসের তৃতীয় দিন পুনর্মিলন হবে বলে প্রতিশ্রুতি দেয় ।

হাইনান প্রদেশের সংগীতবিদ সমিতির কর্মকর্তা ছেন কুয়াং চৌ বলেন , হাইনানে চন্দ্রবর্ষের তৃতীয় মাসের তৃতীয় দিন লি জাতির তরুণ তরুণীদের প্রেম উত্সব খুব জনপ্রিয় । বর্তমানে এ ধরনের উদযাপনী অনুষ্ঠান আরো বিচিত্র্যময় হয়ে ওঠছে । প্রাচীন আচার ব্যবহারের ভিত্তিতে লি জাতির স্ববৈশিষ্ট্যসম্পন্ন ঐতিহ্য আরো সম্প্রসারিত হয়েছে ।

লি জাতির অধিবাসী ওয়াং স্যু পিং বলেন , চন্দ্র বর্ষের তৃতীয় মাসের তৃতীয় দিন তরুণ তরুণীদের প্রেম দিবস হচ্ছে লি জাতির যুগ যুগ ধরে ঐতিহ্যবাহী সংস্কৃতি উত্তরাধিকার ।

চন্দ্র বর্ষের তৃতীয় মাসের তৃতীয় দিন লি জাতির তরুণ তরুণীদের প্রেম দিবস । এতে উত্পাদন , জীবনযাত্রা ও আমোদ প্রমোদসহ বিবিধ আচার ব্যবহারের মাধ্যমে লি জাতির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ইতিহাসও ফুটে উঠে ।

বহু বছর প্রচেষ্টার মাধ্যমে চন্দ্র বর্ষের তৃতীয় মাসের তৃতীয় দিন তরুণ তরুণীদের প্রেম দিবস লি জাতির ঐতিহ্যবাহী আচার ব্যবহার ভিত্তিক একটি সাংস্কৃতিক উত্তরাধিকার হয়ে উঠেছে ।

(থান ইয়াও খাং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China