ইয়ুন নান প্রদেশের পরিসংখ্যান বিভাগের মহাপরিচালক ও তথ্য মুখপাত্র লি চান কুয়াং বলেছেন, এ বছর ইয়ুন প্রদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে রয়েছে। যদি এ বছরে প্রদেশের অর্থনীতি অব্যাহত বৃদ্ধি পায়, তাহলে ২০১১ সালে ইয়ুন নান প্রদেশে জি.ডি.পি এক ট্রিলিয়ানেরও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে।
ইয়ুন নান প্রদেশের উন্নয়ন ও সংস্কার সমিতি জানিয়েছে, সংস্কার ও উন্মুক্ত নীতি প্রণয়নের পর থেকে ইয়ুন নান প্রদেশের পর্যটন শিল্প দ্রুত ও ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিদেশ থেকে আসা পর্যটকদের সংখ্যা, বিদেশী, হংকং ও ম্যাকাও এবং তাইওয়ানের পর্যটকের সংখ্যা ১৯৮০ সালের চেয়ে যথাক্রমে ১০৭.২, ১৮২.২, ৬০.২ এবং ৭৪০ গুণ বেড়েছে। ২০০৭ সালে ইয়ুন নান প্রদেশে পর্যটকের সংখ্যা এবং বৈদেশিক আয় ১৯৭৯ সালের চেয়ে যথাক্রমে ১৬৪ এবং ১০৩৫ গুণ বেড়েছে।
ইয়ুন নান প্রদেশের পর্যটন ব্যুরোর মহাপরিচালক জানিয়েছেন, ইয়ুন নান প্রদেশের মনোরম প্রাকৃতিক দৃশ্যের সুবিধা অনুযায়ী ইয়ুন নান প্রদেশে পর্যটন শিল্প মূল শিল্প হিসেবে গড়ে উঠেছে। পর্যটন শিল্পে বরাদ্দ বাড়ানো ক্ষেত্রে এবং বিভিন্ন পর্যটন স্থানের নির্মান কাজ জোরদার করা হয়েছে। এতে ইয়ুন নান প্রদেশের পর্যটন শিল্প দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০০৭ সালে ইয়ুন নান প্রদেশের পর্যটন শিল্পের তিনটি রেকর্ড সৃস্ট হয়েছে তা হলো, বিদেশ থেকে আসা ২০ লাখ পর্যটক, ৯ কোটি দেশী ও বিদেশী পর্যটককে অভ্যর্থনা জানানো হয়েছে এবং পুরো বছরে পর্যটনের আয় ৫০ বিলিয়ন ইউয়ানেরও বেশি হয়েছে। যা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
২০০৭ সালে ইয়ুন নান প্রদেশে বিদেশ থেকে আসা পর্যটকদের সংখ্যা পশ্চিমাঞ্চলে প্রথম এবং চীনে ৮ম স্থানে রয়েছে। যা আগের বছরের একই সময়ের চেয়ে ২২.৬ শতাংশ বেশি। পর্যটনের মাধ্যমে বৈদেশিক আয় দেশের ৯ম স্থানে এবং পশ্চিমাঞ্চলে প্রথম স্থানে রয়েছে।
সংস্কার ও উন্মুক্ত নীতি প্রণয়নের ৩০ বছরে ইয়ুন নান প্রদেশের বৈদেশিক বাণিজ্যের লক্ষণীয় উন্নয়ন হয়েছে। ২০০৭ সালে আসিয়ানে ইয়ুন নান প্রদেশের রপ্তানির পরিমাণ ২.১২৫ বিলিয়ন মার্কিন ডলার, যা ইয়ুন নান প্রদেশের মোট পরিমাণের ৪৫.৯ শতাংশ।
ইয়ুন নান প্রদেশের উন্নয়ন ও সংস্কার সমিতি জানিয়েছে, ২০০৭ সালে ইয়ুন নান প্রদেশের আমদানি ও রপ্তানির পরিমাণ ৮.৭৮ মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪১ শতাংশ বেশি। এ বৃদ্ধির হার চীনে ৫ম স্থানে রয়েছে। ইয়ুন নান প্রদেশ প্রধানত শিল্প ও কৃষি পণ্য রপ্তানি করে এবং উন্নত প্রযুক্তিগত সরঞ্জাম আমদানি করে। ইয়ুন নান প্রদেশের সিগারেট, রঙ্গিণ ধাতু ও বিদ্যুতসহ বিভিন্ন পণ্য আন্তর্জাতিক বাজারে শীর্ষ স্থানে রয়েছে। তাছাড়া ফুল, সবজি, মাশরুম, গম ও কফিসহ বিভিন্ন কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারেও শীর্ষ স্থানে রয়েছে। |