v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তাইওয়ানের ব্যবসায়ীরা হু পেই প্রদেশে পুঁজি বিনিয়োগ করতে আগ্রহী
2009-05-29 15:11:37
ষষ্ঠ তাইওয়ান সপ্তাহ সম্প্রতি চীনের হু পেই প্রদেশের উ হান শহরে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের আর্থিক সংকট মোকাবিলা এবং হু পেই প্রদেশের নতুন সুযোগ খুঁজে বের করার জন্য তাইওয়ান প্রণালীর দু'তীরের কয়েক হাজার বিশেষজ্ঞ, পন্ডিত এবং ব্যবসায়ীরা এতে মিলিত হন।

মধ্য চীনের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ হিসেবে হু পেই প্রদেশের ভৌগোলিক ও অর্থনৈতিক সুযোগ-সুবিধার জন্য অনেক শিল্পপ্রতিষ্ঠান এখানে শাখা স্থাপনের উত্সাহী। এর মধ্যে রয়েছে তাইওয়ানের শিল্পপ্রতিষ্ঠানই বেশি। গত বছরের শেষ দিক পর্যন্ত হু পেই প্রদেশে তাইওয়ানের শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল দু'হাজার এবং পুঁজির পরিমাণ ছিল ৫ বিলিয়ন মার্কিন ডলার। তাইওয়ানের অনেক শিল্পপ্রতিষ্ঠানের এখানে দ্রুত উন্নয়ন হয়েছে। থোং ই গ্রুপ তাদের মধ্যে অনত্যম। থোং ই গ্রুপ প্রধানত খাদ্য প্রস্তুতকরণ প্রতিষ্ঠান। বছর দশেক আগে এ কোম্পানি উ হান শহরে তার শাখা স্থাপন করে। গত বছর উ হান শহরের থোং ই কোম্পানির বিক্রির পরিমাণ ৬০ কোটি ইউয়ান। যা চীনের মুলভূভাগে ৪০টির বেশি তাইওয়ানের শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি লাখ করছে। থোং ই গ্রুপের প্রেসিডেন্ট লিন ছাং শেং হু পেই প্রদেশ সম্পর্কে আশাবাদী। বিশেষ করে আর্থিক সংকটের প্রেক্ষাপটে হু পেই প্রদেশের উ হান শহরের অনেক সুযোগ-সুবিধা সৃষ্টি হয়েছে। তিনি বলেন"আর্থিক সংকটের কারণে জনসাধারণ নিজের জীবন-যাপনের কথা পুনরায় বিবেচনা করছে। বিবেচনার পর মানুষের জীবন যাপন বিলাসিতার পরিবর্তে আরও বাস্তবতার দিকে এগিয়ে যাবে। এটি ঠিকই হচ্ছে হু পেই প্রদেশের উ হান শহরের উন্নয়নের শ্রেষ্ঠ সুযোগ। সেজন্য আমি হু পেই প্রদেশকে ভালো চোখে দেখে আসছি।

থোং ই গ্রুপের মতো অনেক আগে হু পেই-এ শাখা স্থাপন করেছে তা নয়, বরং অনেক শিল্পপ্রতিষ্ঠান আর্থিক সংকটের পরও এখানে পুঁজি বিনিয়োগ করতে এসেছে। এবারের তাইওয়ান সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের পরিচালক ওয়াং ই বলেন, "উপকূলীয় অঞ্চলের তাইওয়ানের ব্যবসায়ীদের জন্য চীনের মধ্য অঞ্চলের উজ্জ্বল বাজার রয়েছে। হু পেই প্রদেশের সুবিধাজনক পরিবহণ ব্যবস্থা, সমৃদ্ধ খাদ্যশস্যের জন্য তাইওয়ানের ব্যবসায়ীরা নতুন সুযোগ দেখেছেন।

এবারের তাইওয়ান সপ্তাহে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে প্রথমবারের মত হু পেই প্রদেশে এসেছেন। হু পেই প্রদেশের ভৌগোলিক সুবিধা, সস্তা শ্রমশক্তি, সুবিধাজনক পরিবহণ, সমৃদ্ধ খনিজ সম্পদ এবং বিপুল বাজার তাদের ওপর গভীর চাপ ফেলেছে। তাইওয়ানের বিখ্যাত রিয়েল এস্টেট কোম্পানি সিয়াং লিন গ্রুপের প্রেসিডেন্ট লাই জেং ই মনে করেন, বর্তমানে চীনের মুলভূভাগ মধ্য ও পশ্চিমাঞ্চলের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। মধ্য ও পশ্চিমাঞ্চলের সুযোগ-সুবিধা ও ভোক্তার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। এ সব কারণের জন্য তিনি এখানে পুঁজি বিনিয়োগের আস্থা জোরদার করেছেন। তিনি বলেন, "এবার হচ্ছে আমার প্রথমবারের মত হু পেই প্রদেশের উ হান সফর। এখানে বড় আকারের নির্মাণ কাজ চলচে। এ শহরের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে বলে আমি বিশ্বাস করি। আগে চীন প্রধানত পূর্বাঞ্চলের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করতো। এখন মধ্য ও পশ্চিমাঞ্চল বেশি প্রাধান্য পাচ্ছে। হু পেই প্রদেশ বিশেষ করে উ হান শহর ঠিক ঠিকই মধ্য চীনে অবস্থিত। এ শহরের জনসংখ্যা ৮০ লাখ এবং হু পেই প্রদেশের জনসংখ্যা ৩ কোটি। ভবিষ্যতে হু পেই প্রদেশে পুঁজি বিনিয়োগ করতে আমি খুব আগ্রহী।

এবারের তাইওয়ান সপ্তাহে সমৃদ্ধ সাফল্য অর্জিত হয়েছে। এ অনুষ্ঠানে খাদ্য, কৃষি, ইলেক্ট্রনিক, বস্ত্র এবং গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন ক্ষেত্রে ৬০টিরও বেশি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার পরিমাণ ১০ বিলিয়ন ইউয়ান। ফলে হু পেই প্রদেশের মধ্য অঞ্চলে তাইওয়ানের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সমাবেশ স্থানে পরিণত হচ্ছে।

বর্তমানে হু পেই প্রদেশে পুঁজি বিনিয়োগকারী তাইওয়ানের শিল্পপ্রতিষ্ঠানগুলো সাফল্যের যুগে প্রবেশ করেছে। অনেক শিল্পপ্রতিষ্ঠান একই শিল্পে শক্তিশালী শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাইওয়ানের পুঁজি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠান সমিতির চেয়ারম্যান তিং খুন হুয়া বলেন, 'আগে তাইওয়ানের শিল্পপ্রতিষ্ঠার ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যের ওপর গুরুত্ব দিতো। এখন আমরা নতুন বাজারে খুঁজছি। হু পেই প্রদেশের ভৌগলিক সুবিধা ও ভোক্তা বৃদ্ধির জন্য আমরা এখানে পুঁজি বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তাইওয়ানের অনেক ব্যবসায়ী এখানে এসেছেন। হু পেই প্রদেশে ২ কিলোমিটার আয়তনের তাইওয়ানের পুঁজি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠান এলাকা স্থাপন করা হবে বলেও আমরা আশা করি।

বিশেষজ্ঞরা মনে করেন, চীনের মূলভূভাগ অর্থনীতি চাঙ্গা করার জন্য গাড়ি ও বস্ত্রসহ ১০ শিল্পের ওপর বরাদ্দ জোরদার করেছে। সে সব শিল্প হু পেই প্রদেশের সুবিধাজনক শিল্প। তাইওয়ানের ব্যবসায়ীরা যদি এ সুযোগ কাজে লাগিয়ে দেয়, তাহলে তাঁদের আরও বড় ফলাফল পাবে। (ওয়াং তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China