v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
এক কাপ চমত্কার মদ
2009-05-26 16:05:29
উত্তর-পশ্চিম চীনে অবস্থিত সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে বসবাস করছে একটি নৃত্য-গীতে পারদর্শী জাতি –উইগুর জাতি। উইগুর জাতি হচ্ছে চীনের অন্যতম সংখ্যালঘু জাতি। ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী, উইগুর জাতি হচ্ছে খ্রিষ্টাব্দ তৃতীয় শতাব্দীতে চীনের উত্তরাংশের তৃণভূমির যাযাবর জাতি। উপজাতিদের যুদ্ধের কারণে এ জাতির কিছু শাখা সিনচিয়াংয়ে চলে যায় এবং স্থানীয় অধিবাসীদের সঙ্গে দীর্ঘকাল থেকে মিশে গিয়ে অবশেষে বর্তমানের উইগুর জাতি প্রতিষ্ঠিত হয়েছে। 'উইগুর' এ শব্দের অর্থ হচ্ছে 'সংহতি' ও 'সংযুক্ত'।

    বন্ধুরা, এখন আপনারা উইগুর জাতির লোকসঙ্গীত 'এক কাপ চমত্কার মদ' গানটি শুনছেন। গানের সুর মনোরম। গানটি এক কাপ চমত্কার মদকে প্রেমের সঙ্গে তুলনা করেছে, তা খেয়ে মাতাল হয়ে যায়। গানের কথা এমন, 'আমার প্রেম ঠিক এক কাপ চমত্কার মদের মতো। প্রেমিকা তুমি তা গ্রহণ করো। প্রেমিকা, তোমার সুন্দর মুখছবি সবসময় আমাকে আকর্ষণ করে। আমি তোমার জন্য বেদনা অনুভব করি। আমার মনের চমত্কার মদ গ্রহণ করো। তা খেয়ে তুমি পুরোপুরি মাতাল হয়ে যাও।'

    সিনচিয়াং রেশমী পথের গুরুত্বপূর্ণ অংশে অবস্থিত বলে উইগুর জাতির সংগীতে পশ্চিম এশিয়া, ইরান ও মধ্যপ্রাচ্যসহ নানা অঞ্চলের সংগীতের বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত হয়েছে। তা ছাড়া উজবেক ও তাতারসহ কিছু সংখ্যালঘু জাতির সংগীতের প্রভাবে আস্তে আস্তে তাদের নিজের বৈশিষ্টময় প্রথা গড়ে উঠেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China