v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
জ্বালানি সম্পদ সমৃদ্ধ গাড়ি ও টেলিযোগাযোগ শিল্প গড়ে তোলার জন্য আগামি পাঁচ বছরে ইয়ুন নান ১০ লাখ ইউয়ান বরাদ্দ করবে
2009-05-22 21:14:31

সম্প্রতি চীনের ইয়ুন নান প্রদেশের স্থানীয় সরকার খুন মিংয়ের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে চীনের ইয়াংশি নদীর তিন গিরিখাত প্রকল্পের উন্নয়ন সাধারণ কোম্পানি,

চীনের প্রথম গাড়ি গোষ্ঠী, চীনের মোবাইল ফোন টেলিযোগাযোগ কোম্পানি , চীনের টেলিযোগাযোগ গোষ্ঠী এবং চীনের যৌথ ওয়েব-সাইট গোষ্ঠীর সঙ্গে পৃথক পৃথকভাবে পাঁচটি কৌশলগত সহযোগিতা সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে।

চীনের শিল্পপ্রতিষ্ঠান ফেডারেশন এবং চীনের শিল্পপতি সমিতির প্রধান ওয়াং চুং ইয়ু, চীনের কমিউনিস্ট পার্টির ইয়ুন নান প্রাদেশিক কমিটির মহাপরিচালক ও চীনের গণ কংগ্রসের প্রাদেশিক কমিটির চেয়ারম্যান পাই এন ফেই, চীনের কমিউনিস্ট পার্টির ইয়ুন নান প্রাদেশিক কমিটির উপ-মহাপরিচালক ও গভর্নর ছিন কুয়াং রুং,

চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মা চিয়ান থাং , চীনের গণ কংগ্রসের প্রাদেশিক কমিটির ভাইস-চেয়ারম্যান লি চি হেং, চীনের শিল্পপ্রতিষ্ঠান ফেডারেশনের স্থায়ী কমিটির উপপরিচালক লি তে ছেং, উপগভর্নর হে তুয়ান ছি, চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রাদেশিক রাজনৈতিক স্থায়ী উপ-পরিচালক কুয়ান কুও চুং, স্থানীয় সরকারের সচিব তিং শাও সিয়াং

, প্রাদেশিক শিল্পপতি সমিতির মহাপরিচালক নিউ শাও রাও, চীনের ইয়াংশি নদীর তিন গিরিখাত প্রকল্প সংক্রান্ত উন্নয়ন সাধারণ কম্পানির ব্যবস্থাপক লি ইয়ু আন, উপ-ব্যবস্থাপক ছাও কুয়াং চিং, চীনের প্রথম গাড়ি গোষ্ঠীর সাধারণ ব্যবস্থাপক সু চিয়ান ই, উপ-ব্যবস্থাপক সু সিয়ান পিং, চীনের মোবাইল ফোন টেলিযোগাযোগ কোম্পানির কমিউনিস্ট পার্টির পরিচালক চাং ছুন চিয়াং,

উপ-পরিচালক লি চেং মাও, চীনের টেলিযোগাযোগ গোষ্ঠীর কমিউনিস্ট পার্টির পরিচালক শাং পিং, উপ-ব্যবস্থাপক ইয়াং চিয়ে, চীনের যৌথ ওয়েব-সাইট গোষ্ঠীর সাধারণ ব্যবস্থাপক লু ই মিন এবং উপ-ব্যবস্থাপক চু লি চুন এবারের স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, আগামি পাঁচ বছরে এ পাঁচটি কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানের প্রধান হিসেবে ইয়ুন নান প্রদেশের জ্বালানি সম্পদ, গাড়ি এবং টেলিযোগাযোগ ক্ষেত্রে দশ লাখ ইউয়ান বরাদ্দ করবে।

যাতে পরিচ্ছন্ন জ্বালানি, হালকা মালবাহী গাড়ি, তিন জি টেলিযোগাযোগ এবং সামাজিক তথ্যায়নসহ বিভিন্ন খাত স্থাপন করা যায়। এ পাঁচটি কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠান রাষ্ট্রীয় তথ্যায়নের কৌশল ব্যবস্থা অনুযায়ী পুরোপুরিভাবে নিজেদের সুবিধা পালন করবে।

এছাড়াও, ইয়ুন নান প্রদেশের স্থানীয় সরকার এ পাঁচটি কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের সহায়তা প্রদান করবে। --ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China