
গত বছরের ১২ মে চীনের সিছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে। এ এক বছরের মধ্যে চীন সরকারের নেতৃত্বে সমাজের বিভিন্ন মহলের সমর্থনে দুর্গত মানুষ অতি কষ্টে নিজেদের পরিশ্রমের মাধ্যমে বাড়িধরের পুননির্মান কাজ করেছে।অনেক আন্তর্জাতিক সংস্থাও তাদের সাহায্য করেছে। ওয়াল্ড ফেডারেশন অব আকুপাংচার মোক্সিবাসশন সোসাইটি এবং ইউরোপ চায়না তহবিল যৌথভাবে চীনের বৈদেশিক সংস্কৃতি বিনিময় পরিষদের সহযোগিতায় পেইচিংয়ে 'জীবনের আলো' নামে একটি অর্থ সংগ্রহ কনসার্ট-এর আয়োজন করে। আজকের অনুষ্ঠানে এ কানসার্টের কয়েকটি গান শোনাচ্ছি।
চীনের গায়িকা ইং জি প্রথমে নিজের লেখা 'আমাদের ভালবাসা' গানটি গেয়েছেন। তিনি আশা করেন এ গানের মাধ্যমে দুর্গত মানুষ তাদের বাড়িঘর পুনর্নির্মাণে আরো আস্থাবান হয়ে উঠবেন। গানে বলা হয়, আমাদের ভালবাসা আগুনের মতো কখনো নিভে যাবে না। আমাদের রক্ত একই, তা আমাদের সংযুক্ত করে দেয়। ভালবাসার কারণে উদ্বিগ্ন হই। ভালবাসা হলো সাহস, পুনর্গঠন ও শান্তি'র প্রতীক।
চীনের সিছুয়ান ভূমিকম্পের পর ইউরোপ চায়না তহবিলের ভাইস চেয়ারম্যান লিন ভিশার বিশ্ব আকুপাংচার পরিষদের মাধ্যমে দুর্গত অঞ্চলে হাসপাতাল নির্মাণে সাহায্য দিয়েছেন। তিনি প্রথমে নিজের খরচে শানসি প্রদেশে একটি সাজসরঞ্জামসহ ১ হাজার বর্গ মিটারের একটি হাসপাতাল স্থাপন করেছেন। তারপর আন্তর্জাতিক অর্থ সংগ্রহ অনুষ্ঠান আয়োজন করার উদ্যোগ নিয়েছেন। তার প্রচেষ্টায় 'জীবনের আলো' নামে কনসার্টের আয়োজন করা হয়।
অস্ট্রিয়ার বিখ্যাত পিয়ানো বাদক ডিইয়ান লাকচ লুদওয়িগ বিটোফিনের একটি সঙ্গীত বাজিয়েছেন। লাকচের চমত্কার উপস্থাপনা দর্শকদের আন্তরিক প্রশংসা পেয়েছে।
শস্ত্রীয় সংগীতের পর আমরা এখন একটি জ্যাজ গান শুনবো। বেলজিয়ামের বার্ট বালকনেন্ড 'রোল' নামের একটি গান গেয়েছেন। তিনি খুব বিখ্যাত গায়ক। তিনি বেশ কয়েক বার বিশ্বের বিভিন্ন জ্যাজ মিউজিকের উত্সবে অংশ নিয়েছিলেন।
এখন শুনুনচীনের গায়িকা লি সুও'র গাওয়া একটি গান 'সময়ের গল্প'। লি সুও'র মিষ্টি কন্ঠে সময় দ্রুত চলে যাওয়া মানুষের স্মৃতি প্রকাশ করা হয়।
গানে বলা হয়, 'বসন্তকালের ফুল, শরত্কালের বাতাস এবং শীতকালের সূর্য্য। তখন আমি ভাবলাম সময় চলে গেলে আবার আসবে। কিন্তু সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমিও বুঝেছি সময় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষেরও পরিবর্তন হয়। দূরে যাওয়া হাসি মুখ এবং আগের স্বপ্ন স্মরণ করে বুঝতে পেরেছি আমাদের কত পরিবর্তন হয়েছে। আগে আমার সুন্দর স্বপ্ন ছিল। এখন যে স্বপ্নগুলো কথায় চলে গেছে আমিও জানি না। শুধু জানি সময়ের আবর্তে আমরা সবাই বদলে গেছি।
যে সঙ্গীত আপনারা শুনছেন তা হলো নেদারল্যান্ডের বিখ্যাত বানডোরেন শিল্পী ক্যারেল ক্রায়েনহোফের বাজানো সঙ্গীত 'ফ্রী টানগো'। ক্যারেলকে বলা হয় বিশ্বের শ্রেষ্ঠ বানডোরেন শিল্পী। আমরা তার সঙ্গীতের মাধ্যমে লাতিন আমেরিকা সঙ্গীতের কিছু বৈশিষ্ট উপলব্ধি করতে পারি।
কনসার্টের শেষে বেলজিয়ামের বিখ্যাত কন্ডাক্টর এ্যরিখ লিডারহান্ডলার একটি বিখ্যাত বিশ্ব সঙ্গীত বাজিয়েছেন। এ সঙ্গীতের মাধ্যমে বিশ্ব জনগণের জীবনের প্রতি আশা ও আস্থার প্রকাশ করা হয়।
|