v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং বিশ্ববিদ্যালয়ের তিনজন স্নাতকের কর্মজীবনের সাফল্য অর্জনের গল্প
2009-05-18 17:36:03
আর্থিক সংকটের প্রভাবে বিশ্ববিদ্যালয়ের বেশি ছাত্র-ছাত্রীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা রয়েছে। বেশির ভাগ ছাত্র-ছাত্রীই তাদের কর্মজীবনে সাফল্য অর্জন করতে চায়। এ কর্মজীবনের সাফল্য অর্জনের লক্ষ্যে পেইচিং বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র-ছাত্রী একটি ইলেক্ট্রোনিক বাণিজ্যিক ওয়েবসাইট গড়ে তুলেছে। আজকের অনুষ্ঠানে তাদের কর্মজীবনের সাফল্য অর্জনের গল্প আপনাদেরকে শোনাবো।

বর্তমানে আকিমিমি কোম্পানিটির পেইচিংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুনাম রয়েছে। এ ইলেক্ট্রোনিক বাণিজ্যিক ওয়েবসাইট ক্রীড়ার সাজ-সরজ্ঞাম, ডিজিটাল পণ্য ও প্রসাধন সামগ্রী বিক্রয় করেছে। দামে সস্তা ও নির্ভরযোগ্য মানের মাধ্যমে এ ওয়েবসাইটের পণ্য ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীদের স্বাগত পেয়েছে। এ ওয়েবসাইটের তিনজন পরিচালক হচ্ছে পেইচিং বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র। তারা হচ্ছে পেইচিং বিশ্ববিদ্যালয়ের কুয়াং হুয়া পরিচালনা ইনস্টিটিউটের স্নাতকোত্তর সিং নান ও জু মিন হু এবং কম্পিউটার বিভাগের ডক্টরেট ডিগ্রী ওয়াং রুই।

আমাদের সংবাদদাতা আকিমিমি এ কোম্পানিতে দেখেছেন যে, ছোট অফিসে আটজন যুব স্টাফ কাজে ব্যস্ত রয়েছে। যদিও তিনজন যুব পরিচালক খুব ব্যস্ত, তবে তারা খুব খুশি।

ইন্টার্নেট একটি ‌উচ্চ ঝুঁকি পূর্ণ খাত। এ দলের নেতা সিং নান বলেছেন, (১)

প্রতিদিন আমরা গুদামের পণ্য ও দামের বিষয়টি পুননির্ধারণ করি । যেমন এক রকমের মোবাইল ফোন আছে না দিয়ে দশজন ঠিকাদার আমাদের সঙ্গে সহযোগিতা করতে চায়। আমরা প্রতিদিন ঠিকাদারের দামের পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত সহযোগিতার দিকটি পক্ষ বাছাই করি। বাছাই করার পর আমাদের পণ্যের দাম খুব সস্তা থাকে।

সিং নান পেইচিং বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রোনিক বাণিজ্য সমিতির পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি মনে করেন, আমাজনের মত বিরাট ওয়েবসাইটের পণ্যের মান ও সেবা খুব ভালো। তাদের মজুদের পরিমাণ খুব বেশি। সুতরাং তাদের দাম সস্তা নয়। চীনের কিছু বিখ্যাত শপিং ওয়েবসাইটের বিক্রির পদ্ধতি ভিন্ন এবং পণ্যের মানও উন্নত। তবে সিং নান'র বিক্রির পদ্ধতি উপরোক্ত দু'পক্ষের অপূর্ণতা কাটিয়ে উঠেছে। এর ফলে নিজের উন্নয়নের দিক তারা খুঁজে বের করতে পেরেছে।

আসলে সিং নান ও জু মিন হু'র কর্মজীবনের সাফল্য অর্জনের গভীর আগ্রহ আকস্মিক নয়। তারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময়েই কর্মজীবনের সাফল্য অর্জনের চেষ্টা করেছিলেন এবং তখন ভালো সাফল্যও অর্জন করেছিলেন। সিং নান বলেছেন, (২)

প্রথম বর্ষেই আমি ও জু মিন হু পেইচিং বিশ্ববিদ্যালয়ের কর্মজীবনের সাফল্য অর্জনের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। আমরা পেইচিং নগরের বিশেষ পুরস্কার লাভ করেছি এবং সারা দেশের কর্মজীবনের সাফল্য অর্জনের প্রতিযোগিতার তৃতীয় হয়েছি। এটি হচ্ছে পেইচিং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সারা দেশের তৃতীয় স্থান লাভ করা সবচেয়ে কম বয়সীদের দল।

২০০৬ সালে বিশ্ববিদ্যালয়ের স্নাতক হবার আগে সিং নান, জু মিন হু ও অন্যান্য কয়েকজন ছাত্র-ছাত্রী মিলে একটি বিরাট আবাসিক এলাকায় তারা মীলস হুয়ীল কোম্পানি গড়ে তুলেছে। ক্রেতার জন্যে বিশেষ মালের অর্ডার গ্রহণ ও সেবা দেয়ার জন্য এ আবাসিক এলাকার কাছাকাছি ৩০টিরও বেশি রেস্তরাঁর সঙ্গে সহযোগিতা করেছে। জু মিন হু বলেছেন, যদিও সেবারের কর্মজীবনের সাফল্য অর্জনের ফলাফল ভালো নয়, তবে এ অভিজ্ঞতার মাধ্যমে তারা কর্মজীবনের সাফল্য অর্জনের জটিলতা কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন। জু মিন হু বলেছেন, (৩)

একটি ভালো প্রস্তাব উত্থাপন করা খুব সহজ। তবে এ প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া আসলে খুবই কঠিন। কেবল সহযোগিতার অংশীদার দরকার তা নয়, বরং আর্থিক দিকটাও বড় বেশি প্রয়োজন। কোম্পানি কিছু অগ্রগতি হলে অন্যান্য প্রতিদ্বন্দ্বি পক্ষের সঙ্গে বাজার কামড়াকামড়ি চলবে। এটি আমাদের অভিজ্ঞতা।

এরপর সিং নান ও জু মিন হু ওয়াং রুই'র সঙ্গে সহযোগিতা করে যাচ্ছে। গত বছরের জুলাই মাসে তারা দ্বিতীয়বারের মত কর্মজীবনের সাফল্য অর্জনের কাজ শুরু করেছেন। জু মিন হু আমাদের সংবাদদাতাকে বলেছেন, ভালো পরিকল্পনার কারণে ওয়েবসাইট উত্তপ্ত বাজারে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে দ্রুত উন্নয়ন বাস্তবায়ন করেছে। জু মিন হু আরো বলেছেন, (৪)

আমাদের পেশাগত অভিজ্ঞতার অভাব রয়েছে। তবে আমরা বিশ্ববিদ্যালয়ের বাজারের পরিস্থিতি ভালোভাবে জানিয়েছি। এটি অন্যান্য ইলেক্ট্রোনিক বাণিজ্য ওয়েবসাইটের তুলনায় বেশি প্রাধান্য পাচ্ছে। আমরা এ ক্ষেত্রে পূর্ণ আস্থাবান।

ছয় মাসের উন্নয়নের মাধ্যমে আকিমিমি ওয়েবসাইটে ৩০ হাজারেরও বেশি রকমের পণ্য রয়েছে। প্রতি মাসে এ কোম্পানির বিক্রয় পরিমাণ তিন লাখেরও বেশি ইউয়ান।

স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া অব্যশই চ্যালেঞ্জে ভরা। জু মিন হু বলেছেন, তাদের চাপ খুব বেশি। সব সময় তারা খুব ব্যস্ত থাকে। তবে ইতিবাচক ও শিথিল পরিবেশে তারা কিছু সাফল্য অর্জন করেছেন। তাদের পিতা ও মাতাও তাদেরকে যথেষ্ট সমর্থন দিয়েছেন।

ওয়াং রুই বলেছেন, কর্মজীবনের সাফল্য অর্জনের ভালো অংশীদার না থাকলে যথেষ্ট অর্থ ও ভালো পরিকল্পনার কোন তাত্পর্য নেই। তিনি বলেছেন, (৫)

বর্তমানের পরিবেশের দিক থেকে জানা গেছে, একজনের শুধু ভালো প্রস্তাব দেয়াই যথেষ্ট নয়। সহযোগিতার অংশীদার ও সকল সম্পদ পুরোপুরি ব্যবহার করলে এবং সবাই একটি স্পষ্ট লক্ষ্য বাস্তবায়নের পথে চললে সাফল্য অর্জনের সুযোগ আসবেই।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে, পেইচিং ক্যাম্পাসের বাজারে আকিমিমি কোম্পানি বেশির ভাগ ছাত্র-ছাত্রীর স্বাগত পেয়েছে। আকিমিমি চীনের বিভিন্ন প্রদেশের দু'শরও বেশি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কর্মী দল গড়ে তুলেছে এবং কর্মজীবনের সাফল্য অর্জনের আরো বেশি গভীর আগ্রহ সম্পন্নরা যুব আকিমিমিতে যোগ দিয়েছে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China