তাইওয়ানের জনপ্রিয় ব্যান্ড থেকে বের হয়ে গায়ক সিন তার প্রথম এলবাম "আমিই আমি" তাইওয়ানের স্বর্ণ গানের শ্রেষ্ঠ পুরষ্কার পেয়েছে। এরপর ২০০৮ সালের আগস্ট মাসে তার দ্বিতীয় এলবাম "চি লা সিং ছিউ" বের হয়। "চি লা সিং ছিউ" মানে যে পৃথিবীতে সব আনন্দ জমে আছে। এ এলবাম বের হওয়ার সঙ্গে সঙ্গে আবার লোকজনের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। আজকের অনুষ্ঠানে এ এলবামের কয়েকটি গান আপনাদের শোনাচ্ছি।
যে গানটি শোনছেন তা হলো এ এলবামের একটি গান, "নোট ওকে"। এ গানের কথা খুব রহস্যময় ও তামাশামূলক। গানে বলা হয়, তোমানে মাথায় যে কি আছে বুঝি না। ভন্ডামি দুঃখ প্রকাশ তোমার রজ্জার ভানে প্রকাশ করা হয়। আবার কাশিও শুরু করেছো। এটা কি মজার ব্যাপার? আমাকে আর ডিস্টার্প করো না। ইউ আর নোট ওকে, নোট ওকে। দয়া করো আর আমাকে সমস্যা দিও না। তোমাকে নিয়ে কি যে করি।
নতুন এলবাম "চি লা সিং ছিউ"তে গায়ক সিন নিজেই ৩টি গানের সুর ও কথা বানিয়েছেন। সঙ্গীতের মাধ্যমে সিন সব সময় নিজের চিন্তাধারা প্রকাশ করতে চান। এক বছরের মধ্যে তার অনুভূতি ও অভিজ্ঞতা এ কয়েকটি গানের সঙ্গে মিশে গেছে। গানগুলোর মাধ্যমে সিন তার আনন্দ ও সহজ জীবনের লক্ষ্যমাত্রা এবং নিজের রহস্যময় প্রকাশ করেন। জীবন এবং মিউজিক তার জন্য যেন একটি আনন্দদায়ক খেলা। তিনি আশা করেন এ ধারনাটা শ্রোতার কাছে পাঠাতে পারে। এখন শুনুন তার একটি গান "টেক মি টু দ্য স্টার"।
সিন মনে করেন রোক এন্ড রোল'র প্রধান লক্ষ্য হলো নিজের অনুভূতি পুরোপুরি প্রকাশ করা। "টেক মি টু দ্য স্টার" গানে সিনের আত্মবিশ্বাস, আস্থা এবং ইতিবাচক জীবনধারা শ্রোতারা বোঝ করতে পারেন। গানে বলা হয়, কে বলেছে জীবনে শুধু প্রতিদ্বন্দ্বিতা? কে বলেছে ভবিষ্যতে খুব দূরের কথা? নিজের হৃত্স্পন্দন শুনতে পারি। ভবিষ্যতের দিকে যাওয়ার জন্য শক্তি আছে আমার মনে। আমি বিশ্বাস করি পরের সেকেন্ড আরো সুন্দর হবে। লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে গেলে অবশেষে পৌঁছে যাবে। জীবন প্রতিদ্বন্দ্বিতা নয়, আনন্দের কাজ। টেক মি টু দ্য স্টার। সাধারণ মানুষের জীবনযাপন থেকে বের হই আমি শুধু আনন্দ জীবন কাটতে চাই, নিজের ইচ্ছা মতো চিত্কার করতে চাই।
এলবাম "চি লা সিং ছিউ"তে ১০টি রোক এন্ড রোল গান আছে। এর মধ্যে হংকংয়ের বিখ্যাত গানের কথার লেখক লিন সি একটি গানের কথা তৈরী করেছেন। লিন সি প্রায় ২ হাজার গানের জন্য কথা লিখেছেন। এ এলবামের "কাও বিয়ে শি দাই", মানে বিদ্যায় দেয়ার সময়, এ গানের কথা লিন সি তৈরী করেছেন। এখন আমরা একসাথে শুনি এ গানটা।
সিন এ গানের কথা পেয়েছেন ভোরে ৫টায়। এ গানের কথা পাওয়ার সঙ্গে সঙ্গে সিন সব ক্লান্তের কথা ভুলে গেছে, তত্ক্ষনিকভাবে গান গাইতে শুরু করেন। প্রথম বার গাওয়ার পর সিন এবং তার এজেন্ট সব গানের কথায় মুগ্ধ হয়েছেন। তারপর সিন বলেন, লিন সিকে সত্যি গুরু বলা যায়। তার বানানো কথায় গানটি আরো সুন্দর হয়েছে। এটাই আমার চাওয়ার গান।
গানে বলা হয়, অস্পষ্ট ভবিষ্যতের ওপরে প্রত্যাশা করা উচিত নাকি এ মুহূর্তের জন্য স্মরণ করা উচিত? ভালবাসার শক্তিকে বিশ্বাস করা উচিত নাকি ভাগ্যের কথা মেনে চলা উচিত? প্রেমিকের পর প্রেমিক হারিয়ে গেছে। বিদ্যায় দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। আলিঙ্ক কি বিদ্যায়ের জন্য সূচিপাত? কেন শুধু আমি এটা বুঝি না?
এ এলবামে আরেকটি গান আছে। এ গানটি পুরোপুরি রোক এন্ড রোল নয়, এবং প্রেমের গানও নয়। এ গানের নাম "ছাও ইয়ুয়ে", অর্থাত এগিয়ে যাওয়া। এ গানের মাধ্যমে আস্থা রক্ষার দৃঢ়তা প্রকাশ করা হয়।
এ গানের কথা নিয়ে সিন বলেন, প্রত্যেক মানুষ নিজের জীবন নিয়ে তার আশা ও আস্থা আছে। কষ্ট হলেও সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। নিজের আস্থা রক্ষার দৃঢ়তা থাকতে হবে। এ চেষ্টার পর সুন্দর ভবিষ্যত হতে পারে। মানুষের প্রত্যেক পর্যায়ে নতুন কষ্টের পার হয়ে এগিয়ে যেতে হবে। তিনি আশা করেন এ গানের মাধ্যমে সবাই জীবনের বিভিন্ন কষ্টের মুখমুখি হলে উত্সাহিত হতে পারে।
এ নতুন এলবামের জন্য সিন অনেক চেষ্টা করেছে। এ এলবামের কার্ভারও খুব বিশেষ ধরনের। কার্ভারে সিন দৃঢ় দৃষ্টিতে সামনের দিকে তাকাচ্ছেন। পেছনে গভীর নীল মহাকাশ। সিন বলেন, তিনি এ এলবামের মাধ্যমে সবাইকে একটি ম্যাজিক পৃথিবীতে আনতে চান।
অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আমরা এ এলবামের আরেকটি গান শুনবো। গানের নাম এটিটিউট।
গানে বলা হয়, আমি হুমকিতে হামলা করার অধিকার ছাড়তে চাই না। আমি দয়া করতে চাই না, ভিক্ষা করতে চাই না। আমি নিজের অবস্থান ছাড়তে চাই না। আমি এ পথে বেয়ে চলে থাকতে চাই। (ইয়াং ওয়েই মিং) |