শাংহাই শহরের মেয়র হান চেং ১১ই মে বলেছেন , ইতিহাসের দিক থেকে দেখলে শাংহাই বিশ্ব মেলা বিশ্বের বিভিন্ন দেশের অথর্নীতি চাঙ্গা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ । ২০১০ সালের শাংহাই বিশ্ব মেলা বিশ্বের বিভিন্ন দেশের সংকট মোকাবিলা এবং অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেবে ।
২০১০ সালের বিশ্ব মেলা পূর্ব চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত হবে । বতর্মানে চীন শাংহাইকে একটি আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র ও আন্তর্জাতিক বিমান পরিবহন কেন্দ্রে পরিণত করার চেষ্টা করছে । হান চেং মনে করেন , আন্তর্জাতিক আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ব মেলা বিভিন্ন দেশ এবং বিভিন্ন অঞ্চলকে যৌথভাবে গবেষণা , সহযোগিতা এবং সমন্বয় করার একটি মঞ্চে পরিণত হবে । (শুয়েই ফেই ফেই) |