v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সান ইয়ো সান, চিউ ইয়ো চিউ
2009-05-05 17:47:05

 আপনারা এখন যে গানটি শুনছেন তা গায়িকা ল্যু ওয়েইর গাওয়া " সান ইয়ো সান, চিউ ইয়ো চিউ" অর্থাত ৩ মার্চ , ৯ সেপ্টেম্বর গানটি । গাণটিতে চীনের ৫৬টি জাতির সুষম সহাবস্থানের দৃশ্য নিখুঁতভাবে প্রতিফলিত হয়েছে । গানটি'র কয়েকটি কথা এমনি, সান ইয়ো সান , চিউ ইয়ো চিউ , রংবেরঙের মেঘের সাথে সাথে গান ছড়িয়ে যায় । মার্চ মাসে বীজ বপনের সময় গান গাই আর সেপ্টেম্বর মাসে ফসল তোলার সময় গান গাই । পশু পালকের গান পাহাড়ে পাহাড়ে ভেসে বেড়ায় । মাঝিরা ঢেউয়ের তালেতালে গান গায় । কেন আমাদের দেশ এত সুন্দর ? কারণ বিভিন্ন জাতির ভাইবোনেরা হাতেহাত রেখে তাকে গড়ে তুলেছে । এখন শুনুন পুরো গানিটি ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China