
প্রসঙ্গ: 'আনন্দিত রাস্তা'
স্থপতি: জন ক্যামেলিন
২০০৭ সালের ১৬ নভেম্বর নেদারল্যান্ড শাংহাই বিশ্ব মেলার সংগঠকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে মেলায় অংশ নেয়ার চুক্তি স্বাক্ষর করে এবং একই দিন নেদারল্যান্ডের ভবনের নকশা প্রকাশ করে।
শাংহাই বিশ্ব মেলায় অংশ নেয়ার জন্য নেদারল্যান্ড ২ কোটি ইউরোর বাজেট প্রণয়ন করেছে। নেদারল্যান্ডের ভবনের নাম দেয়া হয়েছে 'আনন্দিত রাস্তা'। এ নকশা থেকে সম্পূর্ণভাবে শাংহাই বিশ্ব মেলার 'শহর, জীবনকে আরো সুন্দর হোক' প্রসঙ্গ প্রতিফলিত হয়েছে। 'আনন্দিত রাস্তায়' দর্শকদের নানা উপায়ে বিশ্ব মেলার প্রসঙ্গ জানার সুযোগ আছে। নকশাকারীরা ১৭টি ঘরের নকশা করেছেন। প্রতিটি ঘর একটি ছোট প্রদর্শনী কেন্দ্র। এখান থেকে নেদারল্যান্ডের মহাশুন্য, জ্বালানি ও জলসেচ ক্ষেত্রের উদ্ভাবন প্রদর্শিত হয়। প্রতিটি ঘরের সাজানো কাজ ভিন্ন এবং বিভিন্ন দর্শকদের আকর্ষন করবে।
নেদারল্যান্ড আশা করে, এ ভবনটি বিশ্ব মেলার ৭ কোটি দর্শকদের মধ্যে ৫ থেকে ১০ শতাংশকে এতে আসার জন্য আকর্ষণ করবে। অর্থাত্ ২০১০ সালের ১ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রতি ঘন্টায় প্রায় ২৪০০ জন দর্শক আনন্দিত রাস্তায় আসবেন। দর্শকরা অনেক দূর থেকে এ আনন্দিত রাস্তাকে দেখতে পাবেন। রাতে রঙিন ও পরিবর্তনশীল আলোয় নেদারল্যান্ড ভবন আরো সুন্দর হয়ে উঠবে। (ইয়ু কুয়াং ইউয়ে) |