 চীনের ২০১০ শাংহাই বিশ্ব মেলার ১ মে থেকে আর মাত্র এক বছর বাকি । চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও পেইচিংয়ে আয়োজিত এক উদযাপনী অনুষ্ঠানে বলেছেন, একটি সফল, চমত্কার ও অবিস্মরণীয় বিশ্ব মেলা অনুষ্ঠিত হবে বলে চীন সরকার ও জনগণের আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি বদ্ধ।
উ পাং কুও বলেছেন, চীন মেলায় যোগ দেয়া বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা জোরদার করবে এবং বিভিন্ন ক্ষেত্রের প্রস্তুতি কাজ ভালোভাবে সম্পন্ন করবে। যাতে শাংহাই বিশ্ব মেলা সাফল্যের সঙ্গে আয়োজন করা যায়। চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে উন্নয়নের ওপর মতামত বিনিময় এবং সাংস্কৃতিক কর্মকান্ড বিনিময়ের প্রত্যাশা করছে। শাংহাই বিশ্ব মেলা চীনা ও বিশ্বের জনগণের আরো সুন্দর নগর, আরো ভালো জীবনযাত্রা এবং আরো গভীর মৈত্রী অন্বেষণের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হবে।(লিলু) |