v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
'প্রতি দিক সুন্দর'সহ কয়েকটি গান
2009-04-29 21:14:42
    হংকংয়ের গায়ক কু চিউ চি এ গান গেয়েছেন। এটা একটি রোমান্টিক আর এন্ড বি গান। গায়ক কু চিউ চি তার ধীর স্থির স্বরের মাধ্যমে প্রেমের নরম অনুভূতি প্রকাশ করেছেন।

    গানে বলা হয়েছে, তোমার চুলের গন্ধ আমার মনকে নরম করে দিয়েছে। আমি হাত দিয়ে তোমার চুলের বুলিয়ে দেই। সেই ভালবাসার অনুভূতি পানি'র মতো আমার মনে ভেসে ওঠে। তোমার ভালবাসা পানি'র মত নরম, সঙ্গে সঙ্গে তা খুব দৃঢ়ও। এসব হলো আমার তোমাকে ভালবাসার কারণ। তোমার সঙ্গে থাকার সময় যথেষ্ট নয় । তোমার সব দিকই সুন্দর।

    হংকংয়ের গায়ক ছেন ই সুনের গান খুব সুন্দর, বিশেষ করে তার প্রেমের গান। তার গানের কথা হয়তো খুব সহজ, কিন্তু আবেগে ভরা। তার গানের অর্থ সহজ, কিন্তু এতে আবার জীবনের প্রতি প্রশান্ত দৃষ্টি আছে। এখন শুনুন ছেন ই সুনের 'কিছু কথা বলবে না' গানটি। এ গান শোনার সময় আপনিও কোনো কথা না বলে প্রশান্ত মন দিয়ে গানটি শুনবেন। শুনুন, গানের একটি প্রেমের গল্প।

    গানে বলা হয়েছে, আমি একটি কাল কলম দিয়ে মুকাভিনয়ের নাটক রচনা করতে চাই। লাইট অতি উজ্জ্বল হলেও তোমাকে ধরে আর ছাড়বো না। আমি রাস্তার একটি কোনায় বসে গান গাইতে চাই, জোরে গলা সাধতে হলেও তা তোমার জন্য। শুধু মন দিয়ে শুনো, কিছু কথা বলবে না।

    এখন আমরা একসাথে তাইওয়ানের গায়ক ফান ওয়েই বো'র একটি গান 'বিমান পরিবর্তন' শুনবো। এ গানে বিমান পরিবর্তনের মাধ্যমে প্রেমের পরিবর্তনের তুলনা করা হয়েছে। ফান ওয়েই বো তার নরম স্বরের মাধ্যমে দু'জন প্রেমিক প্রেমিকার বিছিন্ন হওয়ার পর দুঃখ পাওয়ার অনুভূতি প্রকাশ করা হয়।

    গানে বলা হয়, তোমার সঙ্গে সব সময় থাকতে চাই, কিন্তু আমার কোনো উপায় নেই। তুমি দুঃখ পাও, আমি তোমার কাছে ছিলাম না বলে। আমি মনে করি আমাদের প্রেমের উদ্ধারের সুযোগ আছে, কিন্তু আসলে বিমান বন্দরে আমরা বিভিন্ন বিমানে উঠে চলে গেলাম। আমি তোমাকে ভুলতে পারি না। বিমান যোগে ঘুরে আবার এখানে ফিরে এসেছি। চোখের পানি থেকে আমি বুঝতে পেরেছি তোমাকেই ভালবাসি।

    গত ৬ এপ্রিল মাত্র ৩৪ বছর বয়সের তাইওয়ানের গায়িকা আসাং কান্সারের কারণে মারা গেছে। তার মৃত্যুতে পরিবার এবং বন্ধুরা গভীর দুঃখ পেয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা আসাংয়ের কয়েকটি গান শুনবো। গানের মাধ্যমে আমরা একসাথে আসাংয়ের কথা স্মরণ করি।

    কয়েক বছর আগে আসাংয়ের প্রেমের গান 'পাতা' খুব জনপ্রিয় ছিল। এ গানে আধুনিককালের মানুষের মনে ভালবাসার জটিল অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে।

    গানে বলা হয়, আমি একাই নাস্তা খাই এবং ইচ্ছা মতো যাই এবং ফিরে আসি। আমি একাই বই পড়ি, চিঠি লিখি, নিজের সঙ্গে কথা বলি। কিন্তু আমার মন যে কোন দিকে ভেসে গেছে আমি জানি না। আমি তোমাকে হারিয়ে ফেলেছি।

    ২০০৩ সাল থেকে গান গাইতে শুরু করার পর থেকেই, আসাং ২০০৩ ও ২০০৫ সালে নিজের এলবাম 'কিছু দুঃখ পেয়েছি' এবং 'একাকীত্বে গান গাই' প্রকাশ করে। তার গানে প্রধানত প্রেমের ও দুঃখের অনুভূতি প্রকাশ করা হয়। তার গান শুনে মানুষের মনে দুঃখ প্রকাশের ভাব সৃষ্টি হয়। এখন শুনুন, আসাংয়ের গাওয়া 'একাকীত্বে গান গাই'।

    গানে বলা হয়, রাত এসেছে, একাকীত্ব আবার দুঃখ দিতে শুরু করেছে। কারো কারো মনের যন্ত্রণা আবার জেগে উঠেছে। ভালবাসা দুরে চলে গেছে, কবে আবার আসবে তাও জানি না। এমন করে তবুও জীবিত আছি। শুন, একাকীত্বে গান গাই, এতো ধীর কিন্তু এতো গভীর। এ গান এতো নিষ্ঠুর যে কেউ শোনার পর তার চোখের পানি নদীর মতো বয়ে যায়। রাত এতো বড় যেন আর কখনো সকাল হবে না। এমন অন্ধ রাতে আমি নিরবে দেখি যৌবন যেন এমনি করে ভেসে যায়।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China