v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
শাংহাই বিশ্ব মেলার দ্বিতীয় দফা রেস্তোঁরা সেবাদানকারী ব্যবসায়ী সংগ্রহের কাজ শুরু
2009-04-29 19:08:48

    চীনের ২০১০ সাল শাংহাই বিশ্ব মেলার সংগঠকের ২৮ এপ্রিল প্রকাশিত সর্বশেষ খবরে জানা গেছে, বিশ্বমুখী এ মেলার দ্বিতীয় দফা রেস্তোঁরা সেবা দানকারী ব্যবসায়ী সংগ্রহের কাজ শুরু হয়েছে।

    এবার 'বিশ্ব সুস্বাদু খাবার বন'সহ নানা প্রকল্পের জন্য দেশি-বিদেশি রেস্তোঁরা শিল্পের উচ্চ মানকে আকর্ষণ করা হবে। এ রেস্তোঁরার মোট আয়তন হবে প্রায় ৪০ হাজার বর্গমিটার, শাংহাই বিশ্ব মেলা উদ্যানের পাবলিক রেস্তোঁরা মোট আয়তনের অর্ধেকে থাকবে। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে চীনের ফাস্ট ফুড, পাশ্চাত্যের ফাস্ট ফুড ও সুস্বাদু খাবার চত্বর ইত্যাদি। এখানে মোট ৬২টি স্বাধীন ব্যবস্থাপনার রেস্তোঁরা থাকবে।

    জানা গেছে, 'বিশ্ব সুস্বাদু বন' এর আয়তন প্রায় ৩৫০০ বর্গমিটার। এটি হবে শাংহাই বিশ্ব মেলা উদ্যানে সবচেয়ে বড়, রেস্তোঁরা, কেনাকাটা ও বিনোদনসহ একটি সার্বিক প্লাজা। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China