v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
খেলার মান উন্নত করার জন্য চীন সরকার কি কি ইতিবাচক পদক্ষেপ নিয়েছে?
2009-04-28 21:22:51
ুকষ্টিয়া জেলার শ্রোতা এস .এম আছাব আলী তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনে কয়টি সংখ্যালঘু জাতি আছে? সে সব সংখ্যালঘু জাতি চীনের কোন কোন জায়গায় বসবাস করে? উত্তরে বলছি, চীন একটি জাতিবহুল দেশ। চীনে মোট৫৬টি জাতি বাস করে। জনসংখ্যা ১৩০ কোটি। এর মধ্যে শতকরা ৯৪জন হান জাতিভুক্ত। হান জাতি ছাড়া আরও ৫৫টি সংখ্যালঘু জাতি আছে। এখানে আমি সংখ্যালঘু জাতিগুলো এক এক করে বণর্না করবো না। চীনের সব অঞ্চলেই হান জাতি বসবাস করে, তবে প্রধানত উত্তরপূবের হুয়াংহো , ইয়াংসি আর যুজিয়াং নদীর অববাহিকায় এবং সোংলিয়াও সমভূমিতেই হানজাতি কেন্দ্রীভুত। সংখ্যালঘু জাতিগুলো শতশত বছর ধরে অনেকগুলো সুবিশাল অঞ্চলে বসবাস করে। আবার এমন অনেক নজিরও আছে যে বিভিন্ন অনেক জাতি একত্রে মিলে মিলে অথবা ব্যাপক দূরত্বে ইতস্তত বিক্ষিপ্ত সম্প্রদায় হিসেবে আলাদা আলাদাভাবে বসবাস করে। অসম্পূর্ণ পরিসংখ্যান অনুযায়ী, চীনের শতকরা সত্তরটি জেলায় ও শহরে দুই বা দুয়ের বেশি জাতি একত্রেমিলে মিলে বাস করে। সিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে বাস করে তেরটি জাতি, ইয়ুন্নান প্রদেশে তেইশটি জাতি, আর সিশুয়াংবান্ন শ্বশাসিত বিভাগে দশটিরও বেশি জাতির বসবাস। স্বাধীন ও সমান জাতিসমূহের একটি মহাপরিবারে চীনের সবকটি জাতি ঐক্যবদ্ধ। কোনো জাতির লোকসংখ্যা যাই হোক না কেন, অথবা যেখানেই তারা বসবাস করুক না কেন, প্রতিটি জাতিই অন্যসব জাতির সমকক্ষ হিসেবে রাষ্ট্রীয় কাজকর্মে সক্রিয় অংশ নেয়। চীনের জাতীয় গণ কংগ্রেসে সংখ্যালঘু জাতিগুলোর অনেক প্রতিনিধি আছেন, চীনা কমিউনিষ্ট পাটিতে ও গণসরকারে আছেন সংখ্যালঘু জাতিভূক্ত নেতৃস্থানীয় ক্যাডাররা। প্রতিটি জাতির নিজস্ব বৈশিষ্ট্য আর চাহিদাকে রাষ্ট্র পুরোপুরিভাবে বিবেচনার মধ্যে রাখে। রাষ্ট্র প্রতিটি জাতির ক্যাডারদের প্রশিক্ষণে সাহায্য করে। এখানে বিশেষভাবে উল্লেখকরতে হবে যে, বিভিন্ন জাতির ভাষাগুলোকে সরকারীভাবে উত্সাহ দেওয়া হয় ও লালন করা হয়। চট্টগ্রামের শ্রোতা শিমুল শিকদার তাঁর চিঠিতে চীনের খেলাধুলা সম্পর্কে জানতে চেয়েছেন। তিনি তাঁর চিঠিতে লিখেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের ক্রীড়াবিদরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় লক্ষ্যনীয় সাফল্য অজর্ন করছেন। খেলার মান উন্নত করার জন্য চীন সরকার কি কি ইতিবাচক পদক্ষেপ নিয়েছে? চীনের ক্রীড়া ক্ষেত্রে এত উন্নতির প্রধান কারণ কি? প্রিয় শ্রোতা বন্ধু, গণ প্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জনগণের স্বাস্থ্যের উন্নতির জন্যে সরকার শরীরচর্চা, ব্যায়াম ও খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। শরীরচর্চা ও খেলাধুলার উন্নতি ও প্রসায়ের জন্যে এ সম্পর্কে নীতি ও পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে ১৯৫২ সালে রাষ্ট্রীয় পরিষদের অধীনে রাষ্ট্রীয় শরীরচর্চা ও ক্রীড়া কমিশন গঠন করা হয়েছিল। বিভিন্ন অঞ্চলে শরীচর্চা ও খেলাধুলার কাজকর্ম পরিচালনার জন্যে বিভিন্ন প্রদেশ, শহর, স্বায়ত্তশিসিত এলাকা ও জেলায়ও এমনি শরীচর্চা ও ক্রীড়া কমিশন সক্রিয় রেয়েছে। ক্রীড়া ক্ষেত্রে প্রশিক্ষণের দিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। বতর্মানে সারা চীনদেশে অনেক শরীরচর্চা ও ক্রীড়াচর্চা ইনস্টিটিউট আছে। এসব ইনস্টিটিউটে তরুণ-তরুণীরা প্রশিক্ষণ নিচ্ছেন। ক্রীড়ার মান উন্নত করার জন্যে চীনে গণ-পযার্য়ের ক্রীড়াচর্চা শুরু হয়েছে ১৯৪৯ সালে। জনসাধারণ ক্রমেই আরো ব্যাপক সংখ্যায় ক্রীড়াক্ষেত্রে আসতে থাকায় অনেক বিশিষ্ট নারীপুরুষ ক্রীড়াবিদ বেরিয়ে এসেছে এবং বিভিন্ন ক্রীড়ার মানও ক্রমাগত উন্নত হচ্ছে। গত কয়েক বছরে চীনের নারী-পুরুষ ক্রীড়াবিদরা বিভিন্ন ক্ষেত্রে উপরের সারিতে পৌঁছেছেন।তা ছাড়া, গত কয়েক বছরে চীনের নারীপুরুষ ক্রীড়াবিদদের অনেকেই বিশ্বরেকর্ড সৃষ্টি করেছেন, অনেকেই শ্রেষ্ঠত্বের খেতাব পেয়েছেন। টেবিল-টেনিস চীনের জাতীয় খেলা। এই খেলা চীনা জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। ষাট দশকের শেষ দিক থেকে এখন পযর্ন্তসব সময় টেবিল-টেনিসে বিশ্ব চ্যাম্পীয়ন চীন। চীনের জাতীয় টেবিল-টেনিস দল দেশের মুখ উজ্জ্বল করেছে। আপনারা জানেন যে, ২০০৮ সালে পেইচিংএ অলিম্পিক গেমসের আয়োজন করা হয়েছে। এখন চীনের নারীপুরুষ ক্রীড়াবিদরা অলিম্পিক গেমসের জন্যে কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন। পেইচিং অলম্পিক ২০০৮-এ চীনের নারীপুরুষ ক্রীড়াবিদরা ভাল নৈপুণ্য দেখাবেন বলে আশা করা হচ্ছে।
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China