শাংহাই বিশ্ব মেলা বিষয়ক সমন্বয় ব্যুরো থেকে জানা গেছে , ইতিহাসের বৃহত্তম বিশ্ব মেলা হিসেবে শাংহাই বিশ্ব মেলার আন্তর্জাতিক অন্তভূক্তির কাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলছে । পর্যন্ত কোনো অংশগ্রহণকারী মেলা থেকে সরে যাওয়ার কথা জানায় নি।
শাংহাই বিশ্ব মেলার আন্তর্জাতিক অংশগ্রহণ বিভাগের প্রধান চৌ চুন বলেছেন, গত দু'বারের বিশ্ব মেলায় অংশগ্রহণকারীর মেলা থেকে প্রত্যাহারের পরিসংখ্যান অনুযায়ী , শাংহাই বিশ্ব মেলা থেকে সরে যাওয়ার যে প্রবণতা পরিলক্ষিত হচ্ছে , এ কারণে অংশগ্রহণকারীদের আরো ভালো সেবা দিতে হবে ।
১৭ই এপ্রিল পর্যন্ত ২৩৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা শাংহাই বিশ্ব মেলায় অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে । (শুয়েই ফেই ফেই) |