v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভূতরা চীনের নৌ বাহিনীর কুচকাওয়াজে অহংকার বোধ করেন
2009-04-27 10:43:47


    চীনের গণ মুক্তি ফৌজের নৌ বাহিনীর আন্তর্জাতিক সামুদ্রিক কুচকাওয়াজ ২৩ এপ্রিল প্রথমবারের মত  ছিং তাই সমুদ্র সীমায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী চীনা , চীনা বংশোদ্ভূতএবং অধ্যয়নরত চীনা ছাত্রছাত্রীরা চীনা নৌ বাহিনীর প্রত্যপশালী নৌবহরের জন্য অহংকার বোধ করেন।

    মস্কোয় ব্যবসারত এবং রাশিয়া ও চীনের শান্তি এবং ঐক্য ত্বরান্বিতকরণ কমিটির স্থায়ী ভাইস চেয়ারম্যান লি চুং লুন বলেন, বিশ্বায়ন এবং বহুমুখী প্রবণতায় অপ্রতিরোধ্য আন্তর্জাতিক পরিস্থিতি এবং আর্থিক সংকট বিশ্বে একটি চ্যালেঞ্জ সৃষ্টির প্রেক্ষাপটে চীন আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারে  সুষ্ঠুভাবে আয়োজিত বহু দেশের সামুদ্রিক কুচকাওয়াজে ঠিক এ বিষয়াটিই প্রতিফলিত হয়েছে। এটি একটি আত্মবিশ্বাসের প্রতীক। এটি  বিশ্বের হুমকি মোকাবিলার লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে চীনের সামর্থ্যের প্রতীক। সকল চীনারা আন্তরিকভাবে শুভকামনা করে যে, চীনের নৌ বাহিনীর অব্যাহত  উন্নয়ন তাকে আরো স্বনির্ভর করে তুলবে।

    বেলজিয়ামের ইউরোপীয় কলেজ এবং ঘেন্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়রত চীনা ছাত্রাছাত্রীরা বলেন, এবারের সামুদ্রিক কুচকাওয়াজে এতো বেশি দেশের নৌ বাহিনী অংশ নিয়েছে , যাতে পুরোপুরিভাবে প্রমাণিত হয়েছে যে, চীনের নৌ বাহিনীর " সম্প্রীতিময় সমুদ্র" ধারণা বিদেশী নৌ বাহিনীর প্রশংসা পেয়েছে। এর মধ্য দিয়ে, চীনের দৃঢ়তার সঙ্গে শান্তি ও উন্নয়নের পথে অবিচল থাকার আস্থাও প্রতিফলিত হয়েছে। --ওয়াং হাইমান

 

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China