চীনের গণ মুক্তি ফৌজের নৌ বাহিনীর আন্তর্জাতিক সামুদ্রিক কুচকাওয়াজ ২৩ এপ্রিল প্রথমবারের মত ছিং তাই সমুদ্র অঞ্চলে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও অংশগ্রহণকারী ২৯টি দেশে নৌ বাহিনীর প্রতিনিধি দলের নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এর ওপর বিদেশী সংবাদমাধ্যম সজাগ দৃষ্টি রেখেছে।
এদিন ' এ পি'র এক রিপোর্টে বলা হয়েছে, এবারের কুচকাওয়াজ শুরুর আগে প্রেসিডেন্ট হু চিন থাও তাঁর ভাষণে পুনরায় ঘোষণা করেন যে, চীন কোনো দেশের ওপর সামরিক হুমকির সৃষ্টি করবে না। সোনা বাহিনীর শক্তি বৃদ্ধি চীনের গণ মুক্তি ফৌজের আত্মবিশ্বাসকে আরো জোরদার করেছে। ছিং তাও-এ এবারের আন্তর্জাতিক সামুদ্রিক কুচকাওয়াজ হচ্ছে এ ক্ষেত্রের একটি উপযুক্ত উদাহরণ ।
এদিন ' এ এফ পি'র রিপোর্টে বলা হয়েছে, এবারের কুচকাওয়াজ হচ্ছে একটি যৌথ তথ্য প্রদর্শনের অনুষ্ঠান। এতে প্রতিফলিত হয়েছে যে, চীন একটি অংশগ্রহণকারী দেশ এবং তারা আন্তর্জাতিক নীতি-মালা মেনে চলে । দ্বিতীয়তঃ চীন ইতোমধ্যেই একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছে।
আল জাজিরা টেলিভিশন সূত্রে জানা গেছে, চীন এবারের কুচকাওয়াজে তার সামুদ্রিক শক্তি প্রদর্শন করেছে। এটি ছিল চীনের প্রথম এতো ব্যাপক মাত্রার আন্তর্জাতিক কুচকাওয়াজের আয়োজন ।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের একটি রিপোর্টে বলা হয়েছে, সামরিক শক্তি প্রদর্শন হচ্ছে চলতি বছর ৬০তম জাতীয় দিবস উপযাপনে চীনের প্রথমও প্রধান উদযাপনী অনুষ্ঠান। --ওয়াং হাইমান
|