সম্প্রতি ইয়ুন নান প্রদেশের সংস্কার ও উন্নয়ন কমিটির প্রতিনিধি স্থানীয় সরকারের পক্ষ থেকে জাতীয় সংস্কার ও উন্নয়ন কমিটির গবেষণা দলের কাছে ইয়ুন নান প্রদেশে কেন্দ্রীয় সরকারের অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর নীতি কার্যকর হওয়ার অবহিত করেছে।
চীনের কেন্দ্রীয় সরকার অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর নীতি প্রণয়নের পর পরই ইয়ুন নান প্রদেশের বিভিন্ন বিভাগ দ্রুততার সঙ্গে এ নীতি কার্যকরের লক্ষ্যে অভিযান শুরু করে। এ লক্ষ্যে গোটা চীনে ১০০ বিলিয়ন ইউয়ান বরাদ্দের পরিকল্পনার অংশ হিসেবে ইয়ুন নান প্রদেশ ৬ টি খাতে ৪০টি ধারা নির্ধারণ এবং ৩১৭৮টি প্রকল্প গ্রহণ করে। যে প্রকল্প খাতে ব্যয়ের মোট পরিমাণ ধরা হয় ১৯৪ বিলিয়ন ইউয়ান। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে ৩১.২ বিলিয়ন ইউয়ান বরাদ্দের জন্য আবেদন করা হয়। ২০০৮ সালে কেন্দ্রীয় সরকার সারা দেশে ১০০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ দেয়ার পরিকল্পনা করে। এর মধ্যে ইয়ুন নান প্রদেশকে ৫.৬১ বিলিয়ন ইউয়ান দেয়া হবে।
এ বিশেষ বরাদ্দ দেয়ার পর ইয়ুন নান প্রদেশ খুন মিং বিমান বন্দর, তা লি থেকে রুই লি রেলওয়ে, হাইওয়ে ও গ্রামীণ সড়কসহ অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শুরু করেছে। যাতে নতুন বরাদ্দ অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোয় ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করা যায়।
গত ৩১ জানুয়ারী পর্যন্ত ইয়ুন নান প্রদেশ কেন্দ্রীয় সরকারের ৫.৩৯৫ বিলিয়ন ইউয়ান বরাদ্দ প্রকল্পের কাজে লাগিয়েছে। এর মধ্যে ২.২৮৫ বিলিয়ন ইউয়ানের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এ বরাদ্দ মোট ১৮৫১টি প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে এবং ১১৮৮টি প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। স্থানীয় ও সামাজিক খাত থেকে ৬.০৯৭ বিলিয়ন ইউয়ান পুঁজি সংগ্রহ করা হয়েছে। বর্তমানে ৩.১ বিলিয়ন ইউয়ান ইতোমধ্যেই প্রকল্পের কাজে লাগিয়েছে।
কেন্দ্রীয় সরকারের ২০০৯ সালের ১৩০ বিলিয়ন বরাদ্দ পাওয়ার জন্য বর্তমান ইয়ুন নান প্রদেশ বাধ্যতামূলক বসতি নির্মাণ, গ্রামাঞ্চলে পানি, বিদ্যুত্ ও গ্যাস সরবরাহ সুবিধাসহ বাড়ি নির্মাণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ প্রকল্প, পরিবেশ রক্ষ প্রকল্প ও শিল্প কাঠামোগত সংস্কার এর ৬টি খাতে ৫৪৬টি প্রকল্প জাতীয় সংস্কার ও উন্নয়ন কমিটির কাছে উত্থাপন করেছে। যার জন্য মোট ২২.৬ বিলিয়ন ইউয়ান প্রয়োজন হবে। ইয়ুন নান প্রদেশ প্রয়োজনীয় মোট অর্থের মধ্যে ৪.৭৭৩ বিলিয়ন ইউয়ানের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করবে। (ওয়াং তান হোং)
|