v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের নৌবাহিনী প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২৯টি দেশের প্রতিনিধি দলের সঙ্গে হু চিন থাও-এর বৈঠক
2009-04-23 18:09:51

    চীনের প্রেসিডেন্ট, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হু চিন থাও ২৩শে এপ্রিল সকালে ছিং তাও শহরে চীনের নৌবাহিনী প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে ব্রাজিলসহ ২৯টি দেশের আমন্ত্রিত নৌবাহিনীর প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সৈন্যদের স্বাগত জানিয়েছেন। বার্তা সংস্থা সিন হুয়া এ খবর জানিয়েছে।

     বৈঠককালে হু চিন থাও বলেন, এবারের বহু দেশের নৌবাহিনীর যৌথ অভিযানের মূল বিষয় হচ্ছে সুষম সমুদ্র। জাতিসংঘের সনদ ও জাতিসংঘের সমুদ্র আইন চুক্তি ও অন্যান্য আন্তর্জাতিক আইন অনুযায়ী চীনের নৌবাহিনী আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমুদ্রের নিরাপত্তা ও যৌথ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা জোরদারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    তিনি আরও বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে অবিচল থাকবে। সেজন্য চীনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়া একটি অবশ্যম্ভাবী ব্যাপার। বর্তমান না ভবিষ্যত বা যে কোনো উন্নয়নের সময়ে চীন কখনোই আধিপত্য বিস্তার,সামরিক আক্রমণ ও অস্ত্র প্রতিযোগিতা করবে না এবং যে কোনো দেশকে সামরিক হুমকিও দেবে না।

    বিদেশের নৌবাহিনী প্রতিনিধি ও ব্রাজিলের নৌবাহিনীর প্রধান এদোয়ার্দো মেদিনা মোরা চীনের নৌবাহিনীর ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন। তিনি সুষম সমুদ্র গঠনে চীন সরকার ও সেনাবাহিনীর নিরলস চেষ্টার প্রশংসা করেন। (ওয়াং তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China