চীনের প্রতিরক্ষা মন্ত্রী লিয়াং কুয়াং লেই ২২শে এপ্রিল ছিং তাওয়ে চীন সফররত এবং বহু দেশীয় নৌবাহিনীর কার্যক্রমে অংশগ্রহণকারী ভারতের নৌবাহিনীর স্টাফ প্রধান সুরেশ মেহতা এবং দ্বিতীয় যুদ্ধের সময় মার্কিন বাহিনীর বিখ্যাত সেনা কর্মকর্তা জোসেফ স্টিলওয়েল বংশধরের সঙ্গে বৈঠক করেছেন।
ভারতের নৌবাহিনীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে লিয়াং কুয়াং লেই বলেন, চীন ও ভারত উভয়ই এশিয়ার বড় দেশ। চীন ও ভারতের উন্নয়ন পরস্পরের জন্য সুযোগ-সুবিধার, হুমকি নয়। চীন ও ভারতের সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্ব এবং অভিন্ন উন্নয়ন দু'দেশের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এটি এশিয়া ও বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য অনুকূল হবে।
মেহতা বলেন, ভারত ও চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ক্ষেত্রের উন্নয়ন হচ্ছে দু'দেশের জনগণের অভিন্ন ইচ্ছে। ভারতীয় বাহিনী চীনের সঙ্গে যৌথভাবে বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সহযোগিতা ত্বরান্বিত করতে ইচ্ছুক।
স্টিলওয়েলের বংশধরের সঙ্গে সাক্ষাত্কালে লিয়াং কুয়াং লেই বলেন, চীনের ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে জোসেফ স্টিলওয়ল যে ইতিবাচক অবদান রেয়েছেন চীনা জনগণ বরাবরই তার জন্য ধন্যবাদ জানায়। লিয়াং কুয়াং লেই বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মিলিতভাবে দু'দেশ ও দু'বাহিনীর সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক। (লিলি) |