ছিং তাও শহরে অনুষ্ঠিত চীনা গণ মুক্তি ফৌজের নৌবাহিনী প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নৌবাহিনীর প্রতিনিধি দলের আমন্ত্রিত সদস্যরা ২২শে এপ্রিল চীনের নৌবাহিনীর প্রধান নৌযান পরিদর্শন করেছেন। তাঁরা চীনের নৌবাহিনীর সাজ-সরঞ্জামের নির্মাণ সাফল্য এবং সামরিক স্বচ্ছতার প্রশংসা করেছেন।
বিভিন্ন দেশের নৌবাহিনীর প্রতিনিধি দল "ছাং ছেং ২১৮" নামের সাধারণ চালিকাশক্তিসম্পন্ন নৌযান, "ওয়েন চৌ"নামের ক্ষপণাস্ত্র ফ্রিগেড এবং "হো পিং ফাং চৌ"নামের হাসপাতাল জাহাজ পরিদর্শন করে। এ তিনটি নৌযানই চীনের নিজস্ব উদ্যোগ ও ডিজাইনে নির্মাণ করা হয়। এ নৌযানগুলো চীনের নৌবাহিনীর সাজ-সরঞ্জামের সর্বোচ্চ মানের প্রতিনিধিত্ব করে।
পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক সামুদ্রিক পরিদর্শনে অংশগ্রহণকারী ১৪টি দেশের ২১টি বিদেশী নৌযানের প্রধানরা আমন্ত্রিত হয়ে চীনের নৌবাহিনীর নৌযান পরিদর্শন করেন এবং চীনা সেনাপতিদের সঙ্গে মত বিনিময় করেন।
তা ছাড়া, ছিং তাও শহরে অনুষ্ঠিত বহু দেশীয় নৌবাহিনীর কার্যক্রমে অংশগ্রহণকারী দেশি-বিদেশী নৌবাহিনীর কর্মকর্তারা ২২শে এপ্রিল ছিং তাও তা কাং নৌবাহিনী ক্লাবে অনুষ্ঠিত একটি স্বাধীন ফোরামে বিভিন্ন দেশের নৌযানের পেশাদার নৈপুণ্য নিয়ে মত বিনিময় করেছেন। (লিলি) |