v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
শাংহাই বিশ্ব মেলায় ১ লাখ ৭০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে
2009-04-22 17:03:43

    ২০১০ সালে অনুষ্ঠেয় শাংহাই বিশ্ব মেলার সংগঠক সম্প্রতি ঘোষণা করেছেন, এ বছরের ১ মে থেকে বিশ্ব মেলার জন্য দেশ-বিদেশের প্রায় ১ লাখ ৭০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগের কাজ শুরু হবে। এর মধ্যে প্রায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক সরাসরি বিশ্ব মেলা অঙ্গনে কাজ করবেন। বাকি স্বেচ্ছাসেবক বিশ্ব মেলা অঙ্গনের বাইরে শহরাঞ্চলে সেবা দান করবেন।

    শাংহাই বিশ্ব মেলার স্বেচ্ছাসেবক বিষয়ক সংশ্লিষ্ট কাজের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, ১ মে থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিয়োগ কাজ চলবে। শাংহাই বিশ্ব মেলার স্বেচ্ছাসেবক নিয়োগ ওয়েবসাইটসহ বেশ কয়েকটি ওয়েবসাইট দেশি-বিদেশী স্বেচ্ছাসেবকদের আবেদন গ্রহণ করবে। বিশ্ব মেলা অঙ্গনে স্বেচ্ছাসেবকদের কাজ হবে তথ্য পরামর্শ, অভ্যর্থনা সহকারী, প্রতিবন্ধীদের সহয়তাকারী, দর্শকদের শৃঙ্খলার জন্য পথনির্দেশক, অনুবাদক, তথ্য সেবা। শহরে স্বেচ্ছাসেবকরা তথ্য পরামর্শ, অনুবাদক ও জরুরী ত্রাণ কাজ করবেন।

    ২০১০ সালের মার্চ মাসের শেষ দিকে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ ও নির্বাচন কাজ শেষ হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China