চীনের নৌবাহিনীর ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্বের বেশ কয়েকটি দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও অস্ত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ২০ এপ্রিল সন্ধ্যায় পূর্ব চীনের ছিং তাও নগরে অনুষ্ঠিত হয়েছে।
চীনের নৌবাহিনীর প্রধান উ শেং লি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, গত ৬০ বছর ধরে চীনের নৌবাহিনী বহুল ধরণের সৈন্য নিয়ে গঠিত একটি সমন্বিত বাহিনীতে পরিণত হয়েছে এবং তারা পরমাণু ও সাধারণ অস্ত্রের অধিকারী। সুষম সাগর নামের এবারের অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে সমুদ্রে নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা এবং সম্প্রীতিমূলক সাগরীয় পরিবেশ সৃষ্টি করা। তিনি আরও বলেন, এবারের সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন দেশের নৌবাহিনীর মধ্যে আদান প্রদান জোরদার এবং সমঝোতা জোরাদরের জন্য একটি প্ল্যাটফর্ম স্থাপন করা হবে। যাতে চীন ও চীনের নৌবাহিনীর কাছ থেকে বিভিন্ন দেশ আরও বেশি অভিজ্ঞতা সমৃদ্ধ জ্ঞান অর্জন করতে পারে।
২৯টি দেশের নৌবাহিনীর প্রতিনিধি দলের নেতৃবৃন্দ এবং ১৪টি দেশের চীন সফররত ২১টি নৌযানের সেনা ও নাবিকগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা নৌবাহিনীর বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের আলোচনা সভা ও যুদ্ধ জাহাজের প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন। (ওয়াং তান হোং) |