রাষ্ট্রীয় পরিষদের অনুমোদন পেয়ে চীন আনুষ্ঠানিকভাবে ২০১০ সালে বিশ্ব মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়। বিশ্ব মেলার আয়োজক হচ্ছে খোদ চীন সরকার। শাংহাই হচ্ছে এ মেলা আয়োজনের শহর। ২০০০ সালের মার্চ মাসে চীন বিশেষ করে রাষ্ট্রীয় কাউন্সিলার উ ই'র নেতৃত্বে ২০১০ সাল সাংহাই বিশ্ব মেলা আয়োজক কমিটি গঠন করা হয়। এ কমিটির ১৪টি সদস্য সংস্থার মধ্যে রয়েছে চীনের প্রচার মন্ত্রণালয়, শাংহাই মহানগর, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় পরিকল্পনা কমিশন, জাতীয় অর্থনীতি ও বাণিজ্য কমিশন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, বৈদেশিক বাণিজ্য ও অর্থনীতি মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল সাধারণ ব্যুরো, ক্রীড়া ব্যুরো, পর্যটন ব্যুরো, রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় এবং চীনের বাণিজ্য ত্বরান্বিতকরন সমিতি।
২০১০ সালে বিশ্ব মেলা আয়োজনের জন্য চীন ২০০১ সালের ২ মে সর্ব প্রথম আন্তর্জাতিক প্রদর্শনী ব্যুরোর কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করে। ২০০২ সালের ৩০ জানুয়ারী সর্ব প্রথম 'আবেদন রিপোর্ট' দাখিল, ওই বছরের ১০ থেকে ১৭ মার্চ পর্যন্ত প্রথম আন্তর্জাতিক প্রদর্শনী ব্যুরোর পরিদর্শন গ্রহণ এবং যথাক্রমে আন্তর্জাতিক প্রদর্শনী ব্যুরোর ১২৯তম, ১৩০তম, ১৩১তম ও ১৩২তম পূর্ণাঙ্গ অধিবেশনে বিশ্ব মেলা আয়োজন সংক্রান্ত বিবরণী পেশ করে।
২০০২ সালের ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রদর্শনী ব্যুরোর ১৩২তম পূর্ণাঙ্গ অধিবেশনে সদস্য দেশের প্রতিনিধিদের চার দফা ভোটদানের মাধ্যমে চীন ৫৪টি ভোট পেয়ে বিজয়ী এবং দক্ষিণ কোরিয়া ৩৪টি ভোট পেয়ে হেরে যায়। আর এভাবেই চীন ২০১০ সালে বিশ্ব মেলা আয়োজনের অধিকার পায়। শাংহাই মহানগর বর্তমানে ২০১০ সালে বিশ্ব মেলা আয়োজনের শহরে পরিণত হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে) |