v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
বিশ্ব মেলা মানে কি?
2009-04-21 16:38:14
    বিশ্ব মেলা হচ্ছে একটি দেশের সরকারের উদ্যোগে বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহনে আন্তর্জাতিক বিরাট আকারের প্রদর্শনী। এ মেলায় প্রধানতঃ সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে মানবজাতির অর্জিত সাফল্য প্রদর্শিত হয়। এ মেলা আয়োজনের সময় দীর্ঘ, আকার খুব বড়, অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেশি এবং সুদূর প্রসারী প্রভাব রয়েছে।

    ১৮৫১ সালে বৃটেনের লন্ডনে প্রথম বিশ্ব মেলা আয়োজনের পর বিশ্ব মেলাকে 'অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি ক্ষেত্রের অলিম্পিক' বলে অভিহিত করা হয়। আন্তর্জাতিক প্রদর্শনী ব্যুরোর নিয়ম অনুযায়ী, বিশ্ব মেলার আকার ও মেয়াদ অনুসারে একে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সার্বিক বিশ্ব মেলার এ প্রদর্শনীর মেয়াদ সাধারণত ছয় মাস। ২০০০ সাল থেকে প্রতি পাঁচ বছরে এ মেলা একবার অনুষ্ঠিত হয়। আরেকটি হচ্ছে পেশাদার বিশ্ব মেলা। এর প্রদর্শনীর মেয়াদ সাধারণত তিন মাস। দু'বার সার্বিক বিশ্ব মেলার মাঝখানে একবার পেশাদার বিশ্ব মেলা আয়োজিত হয়। সার্বিক বিশ্ব মেলা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের মেলা। এ মেলার সাথে সাধারণ বাণিজ্য মেলার বড় পার্থক্য রয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China