v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন ও চীনের নৌবাহিনীর উন্নয়ন বিশ্বের অন্যান্য দেশের জন্য হুমকি সৃষ্টি করবে নাঃ তিং ই পিং
2009-04-21 11:50:53
চীনের নৌবাহিনীর ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে আগত নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রদর্শনী শুরুর প্রাক্কালে নৌবাহিনীর উপকমান্ডার তিং ই পিং বলেছেন, চীন ও চীনের নৌবাহিনীর উন্নয়ন বিশ্বের অন্যান্য দেশের জন্যে হুমকি সৃষ্টি করবে না।

তিনি বলেন, চীন ও চীনের নৌবাহিনীর উন্নয়ন সম্পর্কে বিদেশের আনুমানিক ধারণা রয়েছে। কিছু কিছু লোক চীনকে হুমকি স্বরূপ বলে সন্দেহ পোষণ করে। তবে এসব লোকের সন্দেহের কারণ হচ্ছে তারা চীন সম্পর্কে কিছুই জানে না। এবারের কর্মসূচি প্রতিপাদ্য হচ্ছে শান্তি, সুষম ও সহযোগিতা।

তিং ই পিং বলেন, এবারের প্রদর্শনীর সব নৌযান ও অস্ত্র চীনে তৈরী। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ বিভিন্ন মহাদেশের তুলনায় চীনের পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজের সংখ্যা বেশি নয়। চীনের প্রতিরক্ষার নীতি এবং পরমাণু প্রকৌশল আত্মরক্ষার উপযোগী। (লিলু)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China