২০ এপ্রিল ছিং তাওয়ে চীনের নৌবাহিনীর ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্বের বেশ কয়েকটি দেশের নৌবাহিনীর প্রদর্শনীতে যোগ দেয়ার জন্য আসা সাতটি দেশের প্রতিনিধি দলের সঙ্গে চীনের নৌবাহিনীর কমান্ডার উ শেং লি সাক্ষাত্ করেছেন। এ সাতটি দেশ হচ্ছে ব্রাজিল, বাংলাদেশ, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও নিউজিল্যান্ড।
উ শেং লি বলেছেন, চীনের নৌবাহিনী বিভিন্ন দেশের নৌবাহিনীর সঙ্গে সৈন্য বিনিময়, পরস্পরের সফর ও যৌথ মহড়াসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক বিনিময় ও সহযোগিতা চালাতে আগ্রহী। যাতে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য ভুমিকা পালন করা যায়।
সাতটি দেশের প্রতিনিধি দল বলেছে, চীনের নৌবাহিনীর ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দিতে পারা খুবই গৌরবের ব্যাপার। তারা আশা করেন, চীন ও চীনের নৌবাহিনীকে তারা আরো বেশি জানতে পারবে এবং চীনের নৌবাহিনীর বিনিময় ও সহযোগিতা আরো সম্প্রসারণ করবে। তারা আশা করেন, এবারের প্রদর্শনী সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হবে।(লিলু) |