তিন দিনব্যাপী বোয়াও এশীয় ফোরামের ২০০৯ বার্ষিক সম্মেলন সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। ১৯ এপ্রিল বোয়াও এশীয় ফোরামের পরিষদের চেয়ারম্যান ফিদেল ভালদেজ রামোস ও মহাসচিব লুং ইয়োং থু চীনের হাই নান প্রদেশের বোয়াও-এ এ ঘোষণা দিয়েছে।
বোয়াও এশীয় ফোরামের ২০০৯ বার্ষিক সম্মেলনের উদ্বোরধনী অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও তার ভাষণে এশিয়ার বিভিন্ন দেশকে সহযোগিতা জোরদার, বাণিজ্য সংরক্ষণবাদ প্রতিরোধ এবং এ অঞ্চলের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার দাবি জানিয়েছেন। গত তিন দিন ১২জন বিদেশী গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সরকার, শিল্প ও বাণিজ্য মহলের এক হাজার ছ'শ জন প্রতিনিধি আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার সংস্কারে নবোত্থিত গোষ্ঠির ভূমিকা অবদান রাখার বিষয়ে আলোচনা করেছেন।
রামোস এ দিন এক সংবাদ সম্মেলনে বলেন, দাভোস ফোরাম ও বোয়াও ফোরামের বিপুল পরিপূরক রয়েছে। তিনি বলেন, বর্তমানে বোয়াও ফোরামের পরিষদ আগামী নভেম্বর মাসে ভারতে বোয়াও এশীয় ফোরামের অধিবেশন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। (ওয়াং তান হোং) |