v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পূর্ব ও পুরো এশীয় অঞ্চলে সংলাপ চালানো তাত্পর্যপূর্ণঃ ফাসু ফুকুদা
2009-04-19 16:55:52
    পূর্ব ও পুরো এশীয় অঞ্চলে সংলাপ ত্বরান্বিত করার গুরত্বপূর্ণ তাত্পর্য রয়ছে। ১৮ এপ্রিল চীনের বোয়াও-এ জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফাসু ফুকুদার বক্তব্য উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিন হুয়া এ কথা জানিয়েছে।

    বোয়াও এশীয় ফোরামের ২০০৯ বার্ষিক সম্মেলনের একটি মধ্যাহ্ন ভোজে তিনি এ কথা বলেছেন। তিনি বলেন, এশিয়ার অর্থনীতির উন্নয়নের সঙ্গে সঙ্গে নগরায়নও দ্রুততর হবে। পূর্ব এশিয়ার অনেক দেশে রাজনীতি ও অর্থনীতি শক্তিশালী হবে। এ দেশগুলোতে নগরে অবকাঠামো নির্মান, পরিবেশ উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষা মানসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান তুলনায় বেশি চাহিদা বাড়বে।

    তিনি মনে করেন, পূর্ব ও পুরো এশীয় অঞ্চলে সংলাপ ত্বরান্বিত করার গুরত্বপূর্ণ তাত্পর্য রয়ছে। বিশেষ করে পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলন, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় বৈঠক ও সহযোগিতা জোরদার করা প্রয়োজন। (ওয়াং তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China