বোআও এশিয় ফোরামের নির্বাহী পরিষদের উপ প্রধান , চীনের শীর্ষ প্রতিনিধি চেং ভেই ইয়ান ১৮ই এপ্রিল যুক্তরাষ্ট্রকে বলেছেন , বিশ্বের জন্য যুক্তরাষ্ট্রের উচিত রাষ্ট্রীয় ঋণের আয় ও মুদ্রাস্ফীতি সম্পর্কিত ব্যবস্থা সুসংহত করা । যাতে রাষ্ট্রীয় ঋণের মূল্য বৃদ্ধি নিশ্চিত করা যায় এবং এশিয় দেশসহ আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা যায় ।
চেং ভেই ইয়ান বোআও এশিয় ফোরামের ২০০৯ বার্ষিক সম্মেলনের একটি মধ্যাহ্ন ভোজসভায় এ কথা বলেছেন ।
তিনি বলেন , বর্তমানে বিশ্বের অর্থ তারল্যের উত্তেজক পরিস্থিতির উন্নয়ন হয় নি । বিভিন্ন দেশের বিস্ফীতিকরণ ও অর্থ তারল্য সমস্যা সমাধানের পাশাপাশি মুদ্রাস্ফীতির ঝুঁকি উপেক্ষা করা যায় না । বিস্ফীতিকরণ ও মুদ্রাস্ফীতির মধ্যে বেশি পার্থক্য নেই ।
চেং ভেই ইয়ান মনে করেন , মুদ্রা মজুদকারী বিভিন্ন দেশের উচিত আন্তর্জাতিক দায়িত্ব বোধের আলোকে মুদ্রার স্থিতিশীলতা রক্ষা করা এবং মুদ্রার মূল্য হ্রাসের কারণে এনে দেয়া মুদ্রা বিনিময় হারের সংঘাত এড়িয়ে যাওয়া ।
তিনি এ সম্পর্কে প্রস্তাব দিয়েছেন যে , উন্নত দেশগুলোর উচিত পণ্য ও সেবার আমদানির সীমাবনদ্ধতা উঠিয়ে নেয়া , বৈদেশিক পুঁজি বাজারে প্রবেশের সুবিধা দেয়া এবং প্রযুক্তিসহ অন্যান্য পণ্যের রপ্তানী বাড়ানো । উন্নয়নশীল দেশগুলোর উচিত অভ্যন্তরীণ বাজার উন্মুক্ত করা এবং বাণিজ্যের সুবিধা সৃষ্টির পাশাপাশি অবাধকরণ ত্বরান্বিত করা । (শুয়েই ফেই ফেই) |