কেমপিন্সকি হোটেল হচ্ছে প্রতি বারের বোআও এশিয় ফোরাম চলাকালে সংবাদিকদের অস্থায়ী বাসস্থানের অন্যতম।
জানা গেছে, এ বার ১৪০টি তথ্য মাধ্যমের ৪৫০ জনেরও বেশি সংবাদদাতা এ ফোরাম কাভারেজের জন্য এসেছেন। এ ছাড়াও বিভিন্ন তথ্য মাধ্যমের প্রযুক্তি কর্মী রয়েছেন ১৫০ জন। এবারে বিদেশী সংবাদদাতার সংখ্যা আগের বোআও এশিয় ফোরামের চেয়ে বেশি। এখন অধিকাংশ সংবাদদাতা হোটেলে অবস্থান করে খবর ও প্রতিবেদন পাঠানোর কাজ শুরু করে দিয়েছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
সিআরআই-এর সংবাদদাতাদের আবাস তিন তলা ভবন
বৈঠকখানা
ওয়ানছুয়ান নদীর শাখা |