v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
বোআও এশিয় ফোরাম ২০০৯ বার্ষিক সম্মেলন শুরু
2009-04-18 14:33:30

    বোআও এশিয় ফোরাম ২০০৯ বার্ষিক সম্মেলন ১৮ এপ্রিল চীনের হাইনান প্রদেশের বোআওতে শুরু হয়েছে। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বলেন, আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলায় চীন অব্যাহতভাবে এশিয় দেশগুলোর সঙ্গে সক্রিয়ভাবে চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

    ওয়েন চিয়া পাও উত্থাপন করেন যে, এশিয়ার বিভিন্ন দেশের উচিত অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করে শুল্ক, কোয়ারেনটাইন ও পণ্য স্থানান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে ভিত্তিক বাস্তব কার্যকলাপের মাধ্যমে বাণিজ্যিক ক্ষেত্রের বাধা দূরীভূত করা। আর্থিক সহযোগিতা জোরদার করে এ অঞ্চলের আর্থিক স্থিতিশীলতা রক্ষা করা। বিনিয়োগ ক্ষেত্রের সহযোগিতা জোরদার করে আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিনিয়োগের ইতিবাচক ভূমিকা পালন করা। সবুজ সহযোগিতা ত্বরান্বিত করে জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সুরক্ষা, নতুন জ্বালানি ও পুনঃব্যবহার্য জ্বালানিসহ নানা ক্ষেত্রের সহযোগিতায় এশিয়ার অর্থনীতির নতুন বৃদ্ধির ক্ষেত্র গড়ে তোলা। আন্তর্জাতিক ব্যাপারের সহযোগিতা ও সমন্বয় জোরদার করে বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি ত্বরান্বিত করা।

    ওয়েন চিয়া পাও জোর দিয়ে বলেন, চীন হচ্ছে এশিয়ায় সহযোগিতার সক্রিয় অংশগ্রহণকারী এবং নির্মাতা। চীন প্রতিবেশীর প্রতি সদিচ্ছা, প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব, সহাবস্থান, নিরাপত্তা ও সমৃদ্ধ হওয়ার নিকটবর্তী কূটনীতি অনুসরণে অবিচল থাকবে।

    বোআও এশিয় ফোরাম ২০০৯ বার্ষিক সম্মেলন ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত হাইনান প্রদেশের বোআওতে অনুষ্ঠিত হচ্ছে। এবারের বার্ষিক সম্মেলনের প্রসঙ্গ হচ্ছে 'অর্থনৈতিক সংকট আর এশিয়াঃ চ্যালেঞ্জ ও প্রত্যাশা'। এবারের ফোরামে প্রথমবারের মতো নতুন অর্থনৈতিক সত্ত্বাকে প্রধান মনোযোগী ও আলোচিত বিষয় হিসেবে ধরা হয়েছে। দেশ-বিদেশের সরকার প্রধান ও উর্ধতন কর্মকর্তাবৃন্দ, শিল্পপ্রতিষ্ঠান, বিদগ্ধ সমাজ ও তথ্য মাধ্যম থেকে আসা ১৬০০ জনেরও বেশি প্রতিনিধি ফোরামে অংশ নিচ্ছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China