১৭ এপ্রিল হাই নান প্রদেশের সান ইয়ায় বোআও এশিয় ফোরামের ২০০৯ সম্মেলনে উপস্থিত ভিয়েতনামের প্রধানমন্ত্রী হুয়েন তান দুং, ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট পারভিজ দাউদি, মিয়ানমারের প্রধানমন্ত্রী থিন সেইন এবং মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী সানজি বায়ার চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সাথে সাক্ষাত্ করেছেন।
হুয়েন তান দুং-এর সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেছেন, আন্তর্জাতিক আর্থিক সংকটের নেতিবাচক প্রভাব সত্যেও গত বছর চীন ও ভিয়েতনামের দ্বিপক্ষীয় বাণিজ্য ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি দু'পক্ষের মধ্যে বিরাজমান সহযোগিতার বড় সুপ্ত শক্তির প্রতীক। আগামী বছর দু'দেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী পালন করবে। আগামী বছর হবে চীন-ভিয়েতনাম বন্ধুত্বপূর্ণ বছর।
পারভিজ দাউদির সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেন, বোআও এশিয় ফোরাম প্রতিষ্ঠার পর ফোরামের কর্মকান্ডে ইরান বরাবরই ইতিবাচক যোগাযোগ রক্ষা করেছে। তিনি জোর দিয়ে বলেন, চীন ইরানের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্কের গুরুত্ব দেয়।
থিন সেইনের সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেন, এবারের সম্মেলন আন্তর্জাতিক আর্থিক সংকটের পটভূমিতে অনুষ্ঠিত হচ্ছে। তিনি আশা করেন, এবারের সম্মেলন হবে আস্থা উন্নত, সহযোগিতা জোরদার এবং সংকট মোকাবিলার লক্ষ্যে কল্যাণকর।
সানজি বায়ারের সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেন, চলতি বছর হচ্ছে চীন-মঙ্গোলিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী । দু'পক্ষ এ সুযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অগ্রগতি অর্জনের কাজ ত্বরান্বিত করবে।(লিলু) |