v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন ও এশিয়ার নতুন অর্থনৈতিক গোষ্ঠীগুলো সর্বাগ্রে সংকট নিরসন করবে
2009-04-17 17:34:24
চীন ও এশিয়ার বিভিন্ন নতুন অর্থনৈতিক গোষ্ঠী সর্বাগ্রে সংকট নিরসন করবে এবং পুনরায় সুষ্ঠু ও দ্রুত উন্নয়নের কাজ শুরু করবে । ১৭ই এপ্রিল দক্ষিণ চীনের হাইনান প্রদেশের বো আও'তে এশিয়া ফোরামের মহাসচিব লুং ইউন থু এ কথা জানিয়েছেন ।

বো আও এশিয়া ফোরাম'২০০৯ বার্ষিক অধিবেশন ১৭ থেকে ১৯শে এপ্রিল পর্যন্ত হাইনানের বো আও'তে অনুষ্ঠিত হচ্ছে । লুং ইউন থু বলেন , যদিও আর্থিক সংকটের কারণে আন্তর্জাতিক বাণিজ্য গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে , তবুও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ব্যাপারে বিভিন্ন দেশের চালিকা শক্তি এখনো বিদ্যমান রয়েছে । শিল্পায়ন ও নগরায়ন চীনের উন্নয়নে অবশ্যই আরো ব্যাপক ভূমিকা পালন করবে ।

তিনি আরো বলেন , বো আও এশিয়া ফোরামের মাধ্যমে অন্যান্য অঞ্চলের সঙ্গে এশিয়ার সহযোগিতা ও বিনিময় আরো জোরদার করা হবে এবং তা এশিয়াসহ বিশ্ব অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে । (থান ইয়াও খাং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China