১৭ এপ্রিল দুপুর পর্যন্ত মিয়ানমারের প্রধানমন্ত্রী থিন সেইন, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন ত্যান ডুঙ্গ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী সানজিন বায়ার, ইরানের প্রথম ভাইস-প্রেসিডেন্ট পারভিজ দাউদি হাইনান প্রদেশের সানইয়া শহরে পৌঁছেছেন। তাঁরা ১৭ থেকে ১৯ এপ্রিল হাইনানের বোয়াওয়ে অনুষ্ঠিত বোয়াও এশিয়া ফোরাম-২০০৯ এর বার্ষিক সম্মেলনে উপস্থিত থাকবেন।
তা ছাড়া, আরো অনেক বিদেশী রাজনৈতিক নেতাও আসবেন। এদের মধ্যে থাকবেন কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মাত্তি ভ্যানহ্যানেন, আলবেনিয়ার প্রধানমন্ত্রী সালি রাম বেরিশা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি এবং পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী মাইকেল টি সোমারে।
সাবেক মার্কিন প্র্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা সম্মেলনে উপস্থিত থাকবেন। অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও বিভিন্ন মহলের সুধীবৃন্দ আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলা নিয়ে ব্যাপক ও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন। (ইয়ু কুয়াং ইউয়ে) |