v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
২০০৯ সালে চীনের কালো চা উন্নয়ন ফোরাম কুন মিং-এ অনুষ্ঠিত হয়েছে
2009-04-16 11:05:58
     ১৩ এপ্রিল চীনের ইয়ুন নান প্রদেশের সরকারের আয়োজনে ২০০৯ সালে চীনের কালো চা উন্নয়ন ফোরাম কুন মিং আন্তর্জাতিক প্রদর্শনী হলে অনুষ্ঠিত হয়েছে। দেশে-বিদেশের ৪০০জনেরও বেশি অর্থনীতিবিদ, চা মহলের বিশেষজ্ঞ ও শিল্পপতিরা এ ফোরামে অংশ নিয়েছেন। তারা কালো চার উন্নয়ন, কালো চা'র বাগান স্থাপন এবং কালো চা প্রক্রিয়াকরণ, বিক্রি ও গবেষণাসহ বিভিন্ন বিষয়ে গভীরভাবে আলোচনা করেছেন।

    এ ফোরাম চীনের ইয়ুন নান প্রদেশের "পুআরহ" চায়ের ওপর চতুর্থ চার ৪ম আন্তর্জাতিক মেলার অন্যতম উদ্যোগ। চীনের জাতীয় পরামর্শ সম্মেলনের প্রাদেশিক অধিবেশনের ভাইস চেয়ারম্যান ছেন স্যুন রু ও প্রদেশের চা সমিতির চেয়ারম্যান হুয়াং নিং শেংসহ বিশিষ্ট নেতৃবৃন্দগণ এ ফোরামে উপস্থিত ছিলেন।

    তাছাড়া চীনের কৃষি একাডেমীর চা বিষয়ক বিভাগের উপ-পরিচালক চিয়াং ইয়ো ওয়েন, চীনের প্রযুক্তি একাডেমীর কুন মিং শাখার গবেষক চাং ইং চুন এবং চীনের শ্রেষ্ঠ ব্র্যান্ড বিষয়ক বিশেষজ্ঞ ওয়েং সিয়াং তোংসহ বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত অর্থনীতিবিদগণও এ ফোরামে অংশগ্রহণ করেছেন। এ ফোরামের গবেষণামুলক প্রবন্ধ নিয়ে "২০০৯ সালে চীনের কালো চা উন্নয়ন ফোরামের পুস্তিকা" প্রকাশ করা হবে। (ওয়াং তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China