v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
গত তিন মাসে চীনের ইয়ুন নান প্রদেশের অর্থনীতির স্থিতিশীলতা বজায় রয়েছে
2009-04-16 11:05:58
     চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর এক পরিসংখ্যান থেকে জানা গেছে, বিশ্বের আর্থিক সংকট মোকাবিলার জন্য গত তিন মাস ধরে ইয়ুন নান প্রদেশে উত্পাদনের পরিমাণ বাড়িয়ে অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা হয়েছে। পুরো প্রদেশে শিল্প ক্ষেত্রের উত্পাদনের হার গত বছরের চেয়ে ৩.৯ শতাংশ বেড়েছে।

    জানা গেছে, গত তিন মাসে ইয়ুন নান প্রদেশে শিল্প ক্ষেত্রের কর্যকর দিকগুলোর মধ্যে রয়েছেঃ একঃ ব্যক্তিগত মালিকানাধীন শিল্পে প্রাথমিক পণ্য প্রক্রিয়াকরণ করা। পাশাপাশি প্রয়োজন অনুপাতে উত্পাদন ও কম সংখ্যক কর্মী থাকার কারণে উত্পাদনের পদ্ধতি সচল রয়েছে। দুইঃ স্থানীয় অঞ্চলে উত্পাদিত পণ্য বিক্রির ব্যবস্থা। তিন নিখুঁত ও রপ্তানিকৃত পণ্যের পরিমাণ অনেক কম। এ দু'টো পণ্যের ওপর আন্তর্জাতিক আর্থিক সংকটের প্রভাব বেশি পড়ে।

    গত বছরের একই সময়ের তুলনায় ব্যক্তিগত মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের উত্পাদন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাদের আয় ৩০ হাজার ইউয়ান থেকে বেড়ে ২৩ হাজারে দাঁড়িয়েছে।

    তা ছাড়া শিল্পপ্রতিষ্ঠাগুলোর উত্পাদন ও ক্রয় ক্ষমতার ক্ষেত্রে মোটামুটি সুষ্ঠু অবস্থা বজায় রয়েছে। প্রাদেশিক পর্যায়ের ছোট ছোট শিল্পপ্রতিষ্ঠানের উত্পাদন ও ক্রয়ের হার ৯০ শতাংশ। ব্যাপকভাবে পণ্য মজুদ রাখা হয় নি। গত বছরের একই সময়ের চেয়ে এ সব ছোট ছোট শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা এখন কিছুটা বেড়েছে। (ওয়াং তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China