v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
রাশিয়ার যুবকযুবতীদের পেইচিং ভ্রমণ
2009-03-30 20:40:11
সম্প্রতি রাশিয়ার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের চীনে সপ্তম শীতকালীন শিবিরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ার মস্কো ও সেন্ট পিটার্গবার্গের ছয়টি স্কুলের ৫৯জন শিক্ষক ও ছাত্র-ছাত্রী চীনা বন্ধুদের সঙ্গে কুশল বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে। (১)

রাশিয়ার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের চীনে শীতকালীন শিবির সংক্রান্ত তত্পরতা সাত বছর আগে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এবং রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে চালু হয়েছে। ২০০১ সাল থেকে পারস্পরিক সফরের লক্ষ্যে দু'পক্ষ আলাদা আলাদাভাবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের সংগঠিত করে। প্রতি বছরের শীতকালে রাশিয়ার যুবকেরা চীন সফর করে। প্রতি বছরের গ্রীষ্মকালে চীনের যুবকেরা রাশিয়া সফর করে।

সাত বছরে রাশিয়ার যুবকেরা পেইচিং, শাংহাই, হার বিং ও সিসুয়ানবাননাসহ চীনের বিশটিরও বেশি নগরে গিয়েছে। তারা কেবল চীনের সুন্দর প্রাকৃতিক স্থান দৃশ্যবলী দেখেছে তাই নয়, বরং প্রাচ্যের প্রাচীন দেশ হিসেবে চীনের ঐতিহ্যিক সংস্কৃতিও অনুভব করেছে। এর ফলে রাশিয়ার যুবকেরা চীন সম্পর্কিত ভাবানুভূতি অর্জনে সক্ষম হচ্ছে।

চলতি বছর হচ্ছে চীন ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী ও চীনে রুশ ভাষা বছর। দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রথম কর্মসূচী হিসেবে এবার শীতকালীন শিবিরের আগের চেয়ে অনেক বেশি তাত্পর্য রয়েছে। রাশিয়ার প্রতিনিধি দলের মধ্যে সবচেয়ে কমবয়সী ছাত্রের বযস মাত্র ১২ বছর এবং সবচেয়ে বড়বয়সী ছাত্র মাত্র ১৯ বছর । যদিও দু'পক্ষের ছাত্র-ছাত্রীরা পারস্পরকে কখনও দেখে নি। তবুও স্বল্পকালের মধ্যে তারা একসঙ্গে সংলাপের মাধ্যমে পরস্পরের সঙ্গে মিশে গেছে।

১৬ বছর বয়সী নাতাশা মস্কোর একটি মাধ্যমিক স্কুলের ছাত্রী। সে আমাদের সংবাদদাতাকে বলেছে, তার স্কুলের বেশ কিছু ছাত্র-ছাত্রী চীন সম্পর্কে খুব আগ্রহী। চলতি বছর তার স্কুল চীনা ভাষা কোর্স এবং চীনের সংস্কৃতি ও শিল্পকলা কোর্স চালু করেছে। সে বলেছে, (২)

চীনে এসে আমি খুব খুশি। আমি একটি বাস্তব চীন দেখছি। আমি মহা প্রাচীর ও স্বর্গীয় মন্দিরসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান ও দৃশ্যবলী দেখার প্রত্যাশা করছি।

রাশিয়ার প্রতিনিধি দলের নেতা, মস্কো নগরের দুমার সদস্য মাদাম বোর্গিয়ায়েভা দু'দেশের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিরাজমান অন্তরঙ্গ পরিবেশ দেখে আনন্দ বোধ করেন। তিনি চীনাদের পুরানো বন্ধু। তিনি চার বারের মত চীন সফর করেছেন এবং এ প্রকল্পের ইতিবাচক ফলাফল স্বচক্ষে দেখেছেন। তিনি বলেছেন, (৩)

শীতকালীন শিবির চমত্কার। আগে এ তত্পরতায় যোগ দেয়া রাশিয়ার যুবকেরা চীনের সংস্কৃতি ও খাওয়া-দাওয়াসহ বিভিন্ন ক্ষেত্রের জ্ঞান লাভ করেছে। জানা গেছে, রাশিয়ার তিনজন ছাত্র-ছাত্রী এ তত্পরতায় অংশ নেয়ার পর সংশ্লিষ্ট পরীক্ষার মাধ্যমে চীনের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে। ছাত্র-ছাত্রীরা রাশিয়া ফিরে আসার পর চীনকে আরো বেশি গুরুত্ব দেয় এবং চীনকে জানার জন্য আরো বেশি বই পড়ছে।

এবার শীতকালীন শিবিরে অংশ নেয়া ছাত্র-ছাত্রীরা টেবিল টেনিস, চীনের কুংফু, জাতীয় নৃত্য ও চীনা হস্তলিপিসহ বিশেষ কোর্স পরিদর্শন করেছে। মস্কোর ১৫৩১ মাধ্যমিক স্কুলের নবম শ্রেণীর ছাত্রী আন্না বলেছে, (৪)

চীনা হস্তলিপি একটি খুব অত্যুত্কৃষ্ট কারুশিল্প। আমি শিখতে চাই।

চীনের মাধ্যমিক স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্রী লিউ ইউ ইং আন্নাকে চীনা হস্তলিপি শেখাচ্ছে। সে বলেছে, (৫)

চীনের সংস্কৃতি প্রচারের মাধ্যমে তারা চীনকে ভালো করে জানার সুযোগ দেয়ায় আমি খুব খুশি।

মস্কোর প্রথম মাধ্যমিক স্কুলের ছাত্র আলেক্সান্ডার সাশা বলেছে, (৬)

আমি চীনা ছবি ও কুংফু দেখতে চাই। চীন খুব মজার।

লু হো মাধ্যমিক স্কুল একটি সুন্দর ক্যাম্পাস। রাশিয়ার ছাত্র-ছাত্রীদের কাছে এখানে বাড়ি ফিরে আসার মত মনে হয়। কারণ এখানকার চীনা ছাত্র-ছাত্রীরা তাদের সঙ্গে রুশ ভাষার মাধ্যমে আলাপ করতে পারে। লু হো মাধ্যমিক স্কুলের উপ-হেডমাস্টার ছি চিং শেং বলেছেন, চীন ও রাশিয়ার বন্ধুত্বের পটভূমিতে পেইচিংয়ে কয়েকটি মাধ্যমিক স্কুল রুশ ভাষা কোর্স চালু করেছে। তিনি বলেছেন, (৭)

পেইচিংয়ের মাধ্যমিক স্কুলে আমরা রুশ ভাষা কোর্স প্রথম চালু করেছি। তিন শো থেকে চার শোজন ছাত্র-ছাত্রী রুশ ভাষা কোর্সে অংশ গ্রহণ করছে। রুশ ভাষা শিক্ষাদানের জন্য আমরা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ দক্ষ জনশক্তি আমদানি করেছি।

উল্লেখ্য, লু হো মাধ্যমিক স্কুল চীনে রাশিয়ার দূতাবাসের আওতাধীন মাধ্যমিক স্কুলের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। দূতাবাসের আমন্ত্রণে বিভিন্ন সাংস্কৃতিক তত্পরতায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা যোগ দেয়ার সুযোগ পেয়েছে এবং বেশ কয়েকবার রাশিয়ার মাধ্যমিক স্কুলের প্রতিনিধি দলকে অভ্যর্থনা করেছে।

সেন্ট পিটারর্গবার্গের ৬৫২ মাধ্যমিক স্কুলের হেড-মাস্টার সেনিয়া চীনা ভাষায় বলেছেন, রাশিয়ার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যেও চীনা ভাষা শেখার হিড়িক পড়েছে। তার স্কুলও এর মধ্যে একটি। তিনি বলেছেন, (৮)

আমার স্কুলে ছয় শোজন ছাত্র-ছাত্রী চীনা ভাষা শিখছে। তারা চীনা ভাষা সম্পর্কে খুব আগ্রহী। তারা চীনা ছবি আঁকা,চীনা ভাষা লেখা এবং চীনের সংস্কৃতি খুব পছন্দ করে।

বন্ধুত্বপূর্ণ পরিবেশে জনগণ গভীরভাবে নিজেদের উপলব্ধি করে যে, ঘনিষ্ঠ আদান-প্রদানের মাধ্যমে চীন ও রাশিয়ার যুবকদের পারস্পরিক সমঝোতা ও আস্থা দিন দিন উন্নতি লাভ করছে।

চীনের শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক বিনিময় সমিতির উপমহাসচিব উ জাও ফেং শীতকালীণ শিবিরের মাধ্যমে দু'দেশের যুবকদের জ্ঞান অর্জনের অগ্রগতির ইতিবাচক মূল্যায়ন করেছে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China