২৭ মার্চ সাংহাই বিশ্ব উদ্যান প্রদর্শনী শুরু হতে আরও ৪০০ দিন বাকি । সাংহাই বিশ্ব প্রদর্শনী বিষয়ক সরকারী ওয়েবসাইট সূত্রে জানা গেছে , বিশ্ব উদ্যান প্রদর্শনীতে স্বেচ্ছাসেবকদের প্রতীক , শ্লোগান ও সঙ্গীত প্রকাশিত হয়েছে ।
২০১০ সালের সাংহাই বিশ্ব উদ্যান প্রদর্শনীর স্বেচ্ছাসেবকদের প্রতীকের প্রধান অংশ হানভাষার " সিন অর্থাত হৃদয়", ইংরেজীর "ভি" এবং মুখে জলপাইয়ের ডাল ধরে উড্ডয়নরত কবুতর । এতে স্বেচ্ছাসেবকদের হৃদয়ের আন্তরিকতা ব্যক্ত করা হয় । "ভি" ইংরেজী শব্দ ভল্যানটিয়ার-এর প্রথম অক্ষর যা স্বেচ্ছাসেবার অর্থ দাঁড়ায় । উড্ডয়নরত কবুতর শান্তি ও মৈত্রীর নিদর্শন । জলপাইয়ের ডালের অর্থ হল টেকসই উন্নয়ন ও আশা ।
এবারের সাংহাই বিশ্ব প্রদর্শনীর স্বেচ্ছাসেবকদের শ্লোগান হল , " বিশ্ব আপনার সামনে , আমরা আপনার পাশে থাকব " হংকংয়ের বিখ্যাত গায়ক ছেন ইস্যুন স্বেচ্ছাসেবকদের গান " আপনার পাশে থাকব" গেয়েছেন । |