v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
গায়িকা এবং তার গান
2009-03-25 20:22:00
    একজন গায়িকা হিসেবে জুও থিং থিং সব সময় হাশিখুশি থাকেন। তার মনে যেন সব সময়ই রোদ, কোনো দুঃখ যন্ত্রণা নেই। কিন্তু ২০ বছরের গান গাওয়ার অভিজ্ঞতা এখন তার জীবনের একটি অংশে পরিণত হয়েছে। পারফর্মেন্স ও গান তৈরীর ক্ষেত্রে তিনি খুব অভিজ্ঞ। জুও থিং থিং মনযোগ দিয়ে গান গায়।

    যে গান আপনারা শুনছেন তা হলো জুও থিং থিংয়ের গাওয়া 'এ রাতে মৃদু বাতাস' গানটি। নিরব রাতে মৃদু বাতাস বয়ে আনে দূরে থাকা প্রেমিক প্রেমিকার কথা। যদিও দু'জন দূরে থাকে, তাদের মনের ভালবাসা যেন বাতাসের মাধ্যমে পরস্পরের কাছে পৌঁছা যায়। সঙ্গীতে গিটার, বেজসহ পশ্চিমা বাদ্যযন্ত্র আছে, এবং চীনের ঐতিহ্যবাহী কু ছিনও আছে।

    জুও থিং থিংয়ের কন্ঠস্বর খুব আকর্ষণীয়। আস্তে ধীরে মানুষের মনের নরম অংশ স্পর্শ করতে পারে। তার গান শুনে জীবনের সব খুটিনাটি ভুলে গিয়ে শুধু অনুভূতি উপভোগকরা যায়।

    'বিছিন্ন হওয়া এতো সুন্দর হতে পারে?' গানে প্রেমিক প্রেমিকার বিছিন্ন হওয়ার যন্ত্রণার পরিবর্তে মুক্ত বলে দুঃখকে দূরে ঠেলে দেয়া হয়েছে। তার গান শুনে মানুষ দুঃখ থেকে বের হতে পারে।

    গানে বলা হয়, হাজার হাজার কথা বলেছি। আরেকটি কথা বলতে চাই তা হলো আমি তোমাকে ভালবাসি। আর তুমি চলে যেতে চাইলেও তোমাকে বুকে ধরে রাখতে চাই। চোখ থেকে আশ্রু ঝরলেও আমি হাসি মুখে তোমার সঙ্গে বিদায় নিতে চাই। আমি চলে যাচ্ছি। আমার মনটা আমার বিগত হয়ে থাক। মিষ্টি দিয়ে তা ঢাকি, ভালবাসা হলো তার প্রতীক।

    জুও থিং থিংয়ের কন্ঠস্বর জন্ম থেকেই খুব মিষ্টি এবং আকর্ষণীয়। তার কন্ঠে যেন যাদু আছে। তার গান শুনে অনেক আগেকার গল্প যেন আবার মনে পড়ে । গানের মাধ্যমে জুও থিং থিং মানুষের মনের অনুভূতি আরো শক্তিশালী করে তুলতে পারেন।

    আপনারা যে গানটি শুনছেন তা হলো জুও থিং থিংয়ের গাওয়া 'ঘুড়ি'। এ গানে ভালবাসার প্রতি একটি মেয়ের দৃঢ়তা প্রকাশ করা হয়।

    গানে বলা হয়, আমি একটি ঘুড়ি'র মতো আকাশে উড়ছি। কিন্তু সূতা তোমার হাতে। আমার কানে শুধু বাতাসের আওয়াজ। আমার মনে শুধু তোমার সুখের কথা। আমি আকাশে থাকতে চাই। তোমার হাত থেকে বের হয়ে যেতে চাই না। আমি তোমার ঘুড়ি। বাতাস না থাকলে উড়তে পারি না। তোমাকে ছাড়া ভারসাম্য হারিয়ে ফেলি।  

    এখন যে গানটি আপনাদের শোনাচ্ছি, তা হলো জুও থিং থিংয়ের একটি জনপ্রিয় গান 'পার্পেল থেংলুও'। এ গানে পার্পেল থেং লুও ফুরের সৌন্দর্য্য প্রশংসা করার মাধ্যমে ভালবাসার প্রশংসা করা হয়। আমরা একসাথে এ গানটি শুনবো।

    গানে বলা হয়, পার্পেল থেংলুও, তুমি যেন পার্পেল ঝর্ণার মতো সুন্দর। তোমার সুগন্ধ আমাকে মুগ্ধ করেছে। যারা তোমার সৌন্দর্য্যের নিন্দা করছে তারা বোঝে না এটা তোমার প্রকৃতি।  

    কেউ কেউ মনে করে জুও থিং থিংয়ের গান যেন স্বপ্নের মত সুন্দর। তার গান যেন শুধু দয়ালু ও সরল মানুষের জন্য গাওয়া। তার গান এখনকার হিপ-হাপ ও খুব জনপ্রিয় আর এন্ড বি'র মতো নয়। তার গান উপভোগ করতে একটি শান্তির পরিবেশ দরকার। মন শান্ত হলে তার গান বোঝা যাবে। তার গানে আনন্দ আছে এবং দুঃখও আছে। তার গানে প্রবেশ করতে পারা খুব উপভোগের ব্যাপার।

    অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আমরা একসাথে তার আরেকটি গান শুনবো। এ গানের নাম 'স্বপ্নের পেছনে ছটে এসেছো'। এ গানে অসীম ভালবাসার আমেজ আছে। যেন শ্রোতাদের কাছে শান্তস্থীর আওয়াজে একটি খুবই সুন্দর ছবি'র বর্ণনা করা হচ্ছে। যেন শিশু তার মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। এ গানে মায়ের ভালবাসা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আসুন আমরা একসাথে শুনবো এ গানটি।

    গানে বলা হয়, খুব সুন্দর একটি শিশু। তার হাসি মুখ যেন মৃত্য বাতাসের মতো কাল মেঘ সব দূরে ঠেলে দিয়েছে। মায়ের মনে তার শিশু'র জন্য আশাআকঙ্খা'র বীজ বপন করা হয়। তার শিশু যেন তার সামনে ফোটা এক সুন্দর শাপলা। স্বপ্নের পেছনে আসে। এ পৃথিবী তোমার সঙ্গে থাকবে। স্বপ্নের পেছনে আসে। আমি তোমার অপেক্ষায় আছি।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China