বিশ্ব মেলা কর্তৃপক্ষের ওয়েব-সাইটের ২৩ মার্চের তথ্য থেকে জানা গেছে, মধ্য অ্যামেরিকা দেশ বেলিজ আনুষ্ঠানিকভাবে ২০১০ সাংহাই বিশ্ব মেলায় অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ পর্যন্ত মোট ২শ' ৩৩টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা ২০১০ সাংহাই বিশ্ব মেলায় অংশ নেয়ার ব্যাপারে তাদের সম্মতি জানিয়েছে।
বেলিজসহ আরো দশটি ক্যারিবিয় দেশ ও ক্যারিবিয়ান কমিউনিটি যৌথভাবে মেলার প্রদর্শনীতে অংশ নেবে।
বেলিজের সঙ্গে এখন চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় নি। ২০১০ সাংহাই বিশ্ব মেলায় বেলিজসহ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কহীন দেশের সংখ্যা দাঁড়িয়েছে ১৭টিতে।
খোং চিয়া চিয়া |