v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের প্রথম জাতীয় কপিরাইট বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠিত
2009-03-18 15:37:38

  সম্প্রতি চীনের কপিরাইট সংরক্ষণ কেন্দ্র এবং পেইচিং শহরের তোংছেং জেলার সরকারের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক কপিরাইট বিনিময় কেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। যা হচ্ছে চীনের প্রথম জাতীয় কপিরাইট বিনিময় কেন্দ্র। এখন পর্যন্ত এটি হচ্ছে দেশের বৃহত্তম ও নামকরা কপিরাইট নিবন্ধন কেন্দ্র এবং কপিরাইটের সার্বিক বিনিময় বাজার। এ কেন্দ্র প্রতিষ্ঠা থেকে এটাই প্রতিফলিত হয়েছে যে, চীনের কপিরাইট সংরক্ষণ বিভাগ কপিরাইট বিনিময়ের নতুন পদ্ধতি খুঁজে বের করছে, যাতে আরো কার্যকরভাবে মেধা-স্বত্ব সুরক্ষা করা যায়।

    নব নির্মিত আন্তর্জাতিক কপিরাইট বিনিময় কেন্দ্র পেইচিং শহরের বিখ্যাত চোং কুয়ান ছুন বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা এলাকা ইয়োং হো ইয়ানের কেন্দ্র অঞ্চলে অবস্থিত। এ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের জাতীয় কপিরাইট ব্যুরোর উপ-মহাপরিচালক ইয়ান সিয়াও হোং বলেন, কপিরাইট বিনিময়ের প্লাটফর্ম প্রতিষ্ঠা হচ্ছে কপিরাইট সম্পর্কিত সংশ্লিষ্ট শিল্পের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন,

    আমাদের বাজার অর্থনীতি ব্যবস্থা এখনও পূর্ণাঙ্গ নয়। কপিরাইট কাজ দেড়িতে শুরু হওয়া এবং বিভিন্ন কপিরাইট কর্মের বিনিময়ের হারে অপরিপূর্ণতাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। ফলে এটা কিছু মাত্রায় হলেও কপিরাইট সম্পর্কিত সংশ্লিষ্ট শিল্পের উন্নয়নে সীমাবদ্ধতা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক কপিরাইট বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠা কপিরাইট বাণিজ্যের স্বাভাবিকায়ণের একটি নির্দিষ্ট ব্যবস্থা। আমি আশা করি, আন্তর্জাতিক কপিরাইট বিনিময় কেন্দ্র একটি প্লাটফর্ম হিসেবে নানা ধরণের কপিরাইট শিল্পকর্মের সৃষ্টি, সংরক্ষণ, বিনিময় ও ব্যবহার ব্যবস্থা এগিয়ে নিয়ে যাবে।

    বিলম্বে হলেও চীনে কপিরাইট শিল্প চালু হয়েছে। ১৯৯০ সালে চীনের প্রথম "রচনা আইন"-এর প্রকাশিত হয়। ১৯৯২ সালে চীন "বারনে কনভেনশন" এবং "ইউনিভার্সাল কপিরাইট কনভেনশনে" যোগ দেয়। চীনের কপিরাইট বাজার বিশ্বের সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে শুরু করে। কিন্তু বেসরকারী ক্ষেত্রে "কপিরাইট" শব্দটি খুবই অচেনা। ২০০১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগদানের পর চীন সরকার কপিরাইট সংরক্ষণ কাজের ওপর বেশি গুরুত্ব দিয়ে আসছে। কপিরাইট শিল্পের উন্নয়নও গতি পেয়েছে। কপিরাইট শিল্প সুরক্ষা, সৃজনশীলতা বজায় রাখা ও উন্নয়নের ক্ষেত্রে জনগণের মতৈক্যে পরিণত হয়। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কপিরাইট শিল্পকর্মের ওপর নির্ভরশীল উন্নয়নমুখী শিল্প, যেমন তথ্য প্রকাশনা, বেতার, চলচ্চিত্র, টিভি ও চিত্রকলাসহ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শিল্প এবং সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত উন্নয়ন হওয়া মাল্টিমিডিয়া, সফটওয়্যার এবং কার্টুনসহ উদ্ভাবিত অনেক নতুন শিল্পের উন্নয়নের ক্ষেত্রে বিশাল সুপ্ত শক্তি হিসেবে দেখা দিয়েছে।

    চীনের কপিরাইট সংরক্ষণ কেন্দ্রের পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৮ সালে চীনের সফটওয়্যার ক্ষেত্রে গ্রন্থস্বত্বের নিবন্ধনের পরিমাণ ২০০৭ সালের অনুরূপ সময়ের চেয়ে ৯০ শতাংশেরও বেশি। চীনের কপিরাইট সংরক্ষণ কেন্দ্রের মহাপরিচালক তুয়ান কুই চিয়ান মনে করেন, দেশের সংশ্লিষ্ট নীতির ক্ষেত্রে উত্সাহের কারণে চীনের কপিরাইট শিল্পের উন্নয়নের প্রবণতা দ্রুত। আন্তর্জাতিক কপিরাইট বিনিময় কেন্দ্র স্থাপন এই প্রবণতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি বলেন,

    কপিরাইটের সেবা দেশের স্বতন্ত্রভাবে সৃজনশীলতা ত্বরান্বিত করা, বিশেষ করে শিল্পপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং সৃজনশীল ক্ষমতা বাড়ানোর জন্য বিশাল ভূমিকা পালন করছে।এই প্লাটফর্মে আমরা অন্যান্য সেবা বাড়িয়ে সংশ্লিষ্ট কপিরাইটের বিনিময় ত্বরান্বিত করতে পারি। এ কেন্দ্রের আরো ব্যাপক ভূমিকা থাকতে হবে এবং জাতীয় পর্যায়ে বিশ্বমুখী একটি বিনিময় কেন্দ্রে পরিণত হবে।

    পরিকল্পনা অনুযায়ী এ কেন্দ্রের ছয়'টি প্লাটফর্মের মতো ভূমিকা থাকতে হবে। জাতীয় পর্যায়ের গ্রন্থস্বত্বের নিবন্ধন, আন্তর্জাতিক কপিরাইট বিনিময়ের সার্বিক সেবা এবং দেশব্যাপী কপিরাইট শিল্পের বিনিময় ও সহযোগিতা করা প্রভৃতি।

    আন্তর্জাতিক কপিরাইট বিনিময় কেন্দ্রের মহাপরিচালক ইন চি সোং বলেন, এ কেন্দ্র কপিরাইট অধিকারী, ব্যবহারকারী এবং পরিসেবামূলক সংস্থার জন্য বিনিময় প্লাটফর্ম ও জায়গা এবং কপিরাইট বিনিময়ের জন্য প্রভাবশালী, ন্যায্য ও বিশেষ সার্বিক সেবা প্রদান করেছে। আগেকার ঐতিহ্যবাহী কপিরাইট বিনিময়ের চেয়ে তা হচ্ছে বৃহত্তম অমিল।

    তিনি বলেন, ঐতিহ্যবাহী কপিরাইট বিনিময় ব্যবস্থায় ক্রেতা ও বিক্রেতা দু'পক্ষই একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কপিরাইট বিনিময় করেন। এ ধরণের বিনিময় পদ্ধতি ক্রেতা ও বিক্রেতা দু'পক্ষের জন্যই ঝুঁকিপূর্ণ। দু'পক্ষের স্বার্থ সুরক্ষার জন্য বিশেষ সেবাসম্পন্ন একটি সার্বিক ব্যবস্থা দরকার। তিনি বলেন,

    ঐতিহ্যবাহী বিনিময় পদ্ধতিতে কিছু বিশেষ ও ন্যায্য সেবার নিশ্চয়তার অভাব ছিল। আমরা বিনিময় কেন্দ্রের মাধ্যমে এ ধরণের সেবামূলক ব্যবস্থা নির্মাণ এবং উন্নয়ন করতে ইচ্ছুক। যাতে কপিরাইট অর্জনকারী এবং ব্যবহারকারীদের মধ্যে আরো ভালো একটি পরিবেশ সৃষ্টি করা যায়।

    জানা গেছে, আন্তর্জাতিক কপিরাইট বিনিময় কেন্দ্র শিল্পের উন্নয়ন পরিস্থিতির সঙ্গে মিল রেখে অতিথিদের জন্য বিনিময় কার্যক্রমের আয়োজন করবে। তা ছাড়া, এ কেন্দ্র ইন্টারনেটের মাধ্যমে কপিরাইট বিনিময়ের বাণিজ্যিক প্লাটফর্ম গড়ে তুলবে। চীনের কপিরাইট সংরক্ষণ কেন্দ্রের মহাপরিচালক তুয়ান কুই চিয়ান বলেন, কপিরাইট বিনিময়ের নতুন পদ্ধতি এখন অনুসন্ধানের প্রক্রিয়ায় রয়েছে। তিনি বলেন,

    এটি হচ্ছে একটি সূচনা। কপিরাইট বিনিময় সেবা হচ্ছে অব্যাহতভাবে অনুসন্ধানের প্রক্রিয়া। যে সেবার ক্ষমতা ও বিনিময় পদ্ধতি ও নতুন সেবামূলক পদ্ধতি খুঁজে বের করা এবং ওয়েব সাইটের মাধ্যমে সেবামূলক ক্ষমতা পূর্ণাঙ্গ করা যায়। এসব লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য আমাদের একটি ডিজিটাল বিনিময় প্লাটফর্ম নির্মাণ করা প্রয়োজন।

    জানা গেছে, চীনের কপিরাইট সংরক্ষণ কেন্দ্রের কপিরাইট নিবন্ধ সেবা সংস্থা এবং চীনের কপিরাইট দায়িত্বপ্রাপ্ত কোম্পানিসহ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান এ কেন্দ্রে যোগ দিয়েছে। এ কেন্দ্র দেশী-বিদেশী খ্যাতিমান গ্রন্থস্বত্ব সংস্থা ও কপিরাইট পরিচালানাকারী ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে কপিরাইটের বিনিময় সম্পর্কিত সহযোগিতার পদ্ধতি নিয়ে আলোচনা করছে।

    বলা যায়, আন্তর্জাতিক কপিরাইট বিনিময় কেন্দ্রের নির্মাণ মেধা-স্বত্ব বিনিময়ের আচরণ মানসম্পন্ন করা, গ্রন্থস্বত্বখর্ব ও অধিকার লঙ্ঘন দমন করা এবং মেধা-স্বত্ব অর্জনকারীদের বৈধ স্বার্থ সুরক্ষার অনুকূল হবে। (লিলি)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China