১৪ই মার্চ হংকং , ম্যাকাও ও তাইওয়ানের তথ্য মাধ্যম পৃথক পৃথকভাবে সদ্য সমাপ্ত জাতীয় গণ কংগ্রেস ও জাতীয় রাজনৈতক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশন এবং সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের ভাষণের ইতিবাচক মূল্যায়ন করেছে ।
হংকংয়ের "উন হুই" পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে , সরকারের কর্ম রিপোর্ট এবং প্রধামন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের "চীন যে কোন সময়ই অর্থনীতি চাঙ্গা করার নতুন নীতি" প্রণয়নের বক্তব্য থেকে বোঝা যায় , কেন্দ্রীয় সরকার সার্বিকভাবে ভবিষ্যতে সম্ভাব্য আরো গুরুতর সমস্যার বিবেচনা করেছে এবং অর্থনীতির উত্সাহ করার আরো শক্তিশালী ব্যবস্থা নিতে সক্ষম ।
"তা কুং" পত্রিকার সম্পাদকীয়তে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের "সোনা ও মুদ্রার চেয়ে আস্থা আরো গুরুত্বপূর্ণ" এ কথার ভূয়সী প্রশংসা করা হয়েছে । সম্পাদকীয়তে বলা হয়েছে , বৈজ্ঞানিক বিশ্লেষণ ও বাস্তব ভিত্তিক মনোভাবের ভিত্তিতে চীনের অর্থনীতির ভবিষ্যত সম্পর্কে প্রধানমন্ত্রীর ওয়েন চিয়া পাও আস্থাবান ।
"সিন হুয়া আও পাও" পত্রিকার প্রবন্ধে বলা হয়েছে , কেন্দ্রীয় সরকার আবারও ম্যাকাওয়ের অর্থনীতির বহুমুখী উন্নয়নকে ত্বরান্বিত করার কথা বলেছে । তা হল ম্যাকাওকে কেন্দ্রীয় সরকারের সবচেয়ে বড় যত্ন ও আস্থা । এতে ম্যাকাওয়ের সমুদ্ধি ও স্থিতিশীলতার প্রতি কেন্দ্রীয় সরকারের সমর্থন প্রতিফলিত হয়েছে ।
এ ছাড়া , "লিয়ান হো" পত্রিকা , "চাইনা টাইমস" পত্রিকা, "অর্থনীতি পত্রিকা" ও "শিল্প বাণিজ্য টাইমস"সহ তাইওয়ানের বিভিন্ন পত্রিকা পৃথক পৃথকভাবে প্রধান পৃষ্ঠায় সংশ্লিষ্ট প্রবন্ধ প্রকাশ করেছে । এতে বলা হয়েছে , প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও যে আন্তরিকভাবে সুযোগ পেলে তাইওয়ানে গিয়ে পরিদর্শন করার কথা বলেছেন , তা মূল ভূভাগের প্রণালী দু'তীরের সম্পর্ক উন্নয়নের স্বদিচ্ছার প্রতিফলন। (শুয়েই ফেই ফেই) |