v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
আন্তর্জাতিক আর্থিক মন্দা মোকাবিলায় চীন আস্থাবানঃ ওয়েন চিয়াপাও
2009-03-13 21:17:40
চীনের সর্বোচ্চ ক্ষমতা সংস্থা জাতীয় গণ কংগ্র্রেসের নিয়মিত বার্ষিক সম্মেলন ১৩ মার্চ পেইচিংয়ে শেষ হয়েছে । সম্মেলনে প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের সরকারী কার্যবিবরণী গৃহীত হয়েছে এবং আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবেলা সম্পর্কে চীন সরকারের প্যাকেজ পরিকল্পনা অনুমোদিত হয়েছে । সম্মেলন শেষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দেশিবিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও জোর দিয়ে বলেছেন , এ আন্তর্জাতিক সংকট মোকাবেলায় চীন আস্থাবান ।

" এ বছরের বসন্তকাল প্রায় শেষ হতে চলেছে। আগামী বছরের বসন্তকাল আরও সুন্দর হবে । আগামী বছর চীন ও বিশ্বের পরিস্থিতি আরও ভাল হবে বলে আমি তার প্রতিক্ষায় রয়েছি ।" সাংবাদিক সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও আন্তর্জাতিক আর্থিক মন্দার কথা উল্লেখ করেন । তিনি প্রাচীন চীনের একটি কবিতার মাধ্যমে চীনের সংকট কাটিয়ে ওঠার আস্থা এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রতি চীনের শুভ কামনা ব্যক্ত করেছেন । চীনের ৪ ট্রিলিয়ন অর্থব্যয়ের পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওয়েন চিয়াপাও বলেন , এ প্যাকেজ পরিকল্পনায় ব্যাপকক্ষেত্রে সরকারী অর্থবরাদ্দ করা, শিল্পকে চাঙ্গা করে তোলা , বিজ্ঞান ও প্রযুক্তিগত সমর্থন এবং বিপুলপরিমানে সামাজিক নিরাপত্তার মান উন্নত করা সহ ৪টি বিষয় রয়েছে । ব্যাপকক্ষেত্রে সরকারী অর্থবিনিয়োগ সবচেয়ে প্রত্যক্ষ , বলিষ্ঠ এবং কার্যকর পদক্ষেপ । তিনি বলেন , জনসাধারণের জীবনযাপন প্রকল্প, কলাকৌশলের সংস্কার এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও গুরুত্বপূর্ণ বুনিয়াদী ব্যবস্থা নির্মানে সরকার ১.১৮ ট্রিলিয়ন ইউয়ান বরাদ্দ করবে । এর পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন , এবারের আর্থিক সংকট মোকাবলায় চীন খুবই সচেতন এবং পুরোপুরি প্রস্তুত ।

আন্তর্জাতিক আর্থিক সংকটের সম্মুখীন হলেও চীন সরকার যে অভ্যন্তরীণ মোট উত্পাদন মূল্যের ৮ শতাংশ বৃদ্ধি হারের যে লক্ষ্য উত্থাপন করেছে তা ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে । সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে ওয়েন চিয়াপাও বলেছেন , এ লক্ষ্য বাস্তবায়ন করা কিছুটা অসুবিধাজনক হলেও অকৃত্রিম চেষ্টার মধ্য দিয়ে তা বাস্তবায়ন করা সম্ভব হবে ।

২ ট্রিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রার মজুদ থাকা চীন ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঋণদাতা দেশে পরিণত হয়েছে । ওয়েন চিয়াপাও জোর দিয়ে বলেন , "নিরাপত্তা , বিনিময় এবং মূল্য সংরক্ষণ" নীতিতে অটল থেকে চীন বৈদেশিক মুদ্রা মজুদ করে এবং ঝুঁকি প্রতিরোধসহ বহুমুখী কৌশল প্রয়োগ করে । এ ব্যাপারে চীন সর্বপ্রথমে দেশের স্বার্থ রক্ষা করে থাকে । পাশাপাশি গোটা আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতার কথাও বিবেচনা করে । চীন যুক্তরাষ্ট্রের অর্থনীতির উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে । তিনি বলেন , আমরা যুক্তরাষ্ট্রে বিপুল পরিমানে অর্থবিনিয়োগ করেছি । আমাদের সম্পদের নিরাপত্তার ওপর গুরুত্ব দেয়াটা খুব স্বাভাবিক । সত্যি কথা বলতে কী, আমাদের ভয় আছে । সুতরাং আমি যুক্তরাষ্ট্রের কাছে আরেকবার বিশ্বাস বজায় রাখা , প্রতিশ্রুতি পালন করা এবং চীনের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানাই ।

লংডনে অনুষ্ঠেয় জি-২০ আর্থিক শীর্ষ সম্মেলন সম্পর্কে ওয়েন চিয়াপাও বলেন , আর্থিক সংকট মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হয়েছে এবং সহজেই অবহেলিত হচ্ছে । জি-২০ আর্থিক শীর্ষ সম্মেলনকে উন্নয়নশীল দেশগুলো বিশেষ করে সবচেয়ে অনুন্নত দেশগুলো সাহায্য করাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গ্রহণ করতে হবে ।

কীভাবে দালাই লামাকে দেখতে হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়েন চিয়াপাও বলেন , দালাই একজন সাধারণ ধর্মীয় ব্যক্তি নন , তিনি একজন নির্বাসিত রাজনীতিবিদ । তাই শুধু তার কথা নয় তার কর্মকান্ডকেও খতিয়ে দেখতে হবে । কিছু দিন আগে দালাই বলেছেন ,চীনের সেনাবাহিনীকে তিব্বত থেকে চলে যেতে হবে এবং হানজাতির মানুষকে তিব্বত থেকে সরাতে হবে এমন কথা তিনি কখনো বলেননি । প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও বাস্তব অবস্থানের মাধ্যমে তাকে খন্ডন করেছেন । তিনি জোর দিয়ে বলেন, তিব্বত প্রাচীন কাল থেকেই চীনের একটি অবিচ্ছেদ্য অংশ । তিব্বত সমস্যা একেবারে চীনের অভ্যন্তরীণ সমস্যা । এতে বিদেশকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না । দালাই বিচ্ছিন্নতার তত্পরতা পরিহার করলে কেন্দ্রীয় সরকার তার প্রতিনিধির সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক । আলোচনার দরজা সবসময় খোলা থাকবে । তিনি বলেন, গত ৪৫ বছরে চীন ও ফ্রান্সের মধ্যেকার কুটনৈতিক সম্পর্ক সর্পিল পথ অতিক্রম করেছে । তা সত্বেও দুদেশের সম্পর্ক অগ্রগতির দিকে বিকশিত হচ্ছে । তিব্বত সমস্যায় ফ্রান্স স্পষ্টভাবে নিজের মত প্রকাশ করবে বলে চীন আশা করে । এটা যেমন চীন ও ফ্রান্সের স্বার্থ তেমনি চীন ও ইউরোপের স্বার্থের সঙ্গেও সঙ্গতিপূর্ণ ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China