আট দিনব্যাপী চীনের ১১তম জাতীয় গণ কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন ১৩ মার্চ সকালে পেইচিংয়ে শেষ হয়েছে। হু চিন থাও, উ পাং কুও, ওয়েন চিয়া পাও ও চিয়া ছিং লিন প্রমুখ পার্টি ও রাষ্ট্রীয় নেতৃবৃন্দ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অধিবেশনে সরকারী কার্য বিবরণী সংক্রান্ত সিদ্ধান্ত, ২০০৮ সালে জাতীয় আর্থ-সামাজিক উন্নয়ন পরিকল্পনার নির্বাহী অবস্থা আর ২০০৯ সালে জাতীয় আর্থ-সামাজিক উন্নয়ন পরিকল্পনার সিদ্ধান্ত, ২০০৮ সালে কেন্দ্রীয় ও স্থানীয় বাজেটের নির্বাহী অবস্থা আর ২০০৯ সালে কেন্দ্রীয় ও স্থানীয় বাজেটের সিদ্ধান্ত, সর্বোচ্চ গণ আদালতের কার্যবিবরণী সংক্রান্ত সিদ্ধান্ত আর সর্বোচ্চ গণ অভিশংসক সংস্থার কার্যবিবরণী সংক্রান্ত সিদ্ধান্ত ভোটদানের মাধ্যমে গৃহীত হয়েছে।
উ পাং কুও
সমাপনী অনুষ্ঠানে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও সভাপতিত্ব করেন। ভাষণে তিনি বলেছেন, এ অধিবেশন যথাযথভাবে গণতন্ত্রকে উদ্বুদ্ধ করেছে, কড়াকড়ি আইনানুসারে কাজ করেছে এবং সফল হয়েছে। প্রতিনিধিরা সর্বোচ্চ মানের দায়িত্ববোধ ও ঐতিহাসিক কর্তব্যবোধ থেকে অধিবেশনের প্রসঙ্গ নিয়ে আইনানুসারে দায়িত্ব পালন করেছেন। তাঁরা মনযোগ সহকারে বিবরণী পর্যালোচনা করেছেন এবং সক্রিয়ভাবে প্রস্তাব উত্থাপন করেছেন। অধিবেশনে গৃহীত সিদ্ধান্ত ও বিবরণীগুলোতে পুরোপুরিভাবে সারা দেশের বিভিন্ন জাতির জনগোষ্ঠীর অভিন্ন আশাআকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।
এবারের জাতীয় গণ কংগ্রেসের নিয়মিত বার্ষিক অধিবেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৩০০০ প্রতিনিধি আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলা, অর্থনীতির স্থিতিশীলতা ও অপেক্ষাকৃত দ্রুত উন্নয়ন ত্বরান্বিত করাসহ নানান বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং উপরোক্ত নানা বিবরণী পর্যালোচনা করার পর অনুমোদন করেছেন। (ইয়ু কুয়াং ইউয়ে) |