v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
দালাইয়ের সঙ্গে আলোচনা করার চাবিকাঠি হচ্ছে তাঁর সদিচ্ছাঃ ওয়েন চিয়া পাও
2009-03-13 15:24:08

    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৩ মার্চ পেইচিংয়ে বলেছেন, দালাই লামার সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে কিনা, তা দালাই লামার সদিচ্ছার ওপর নির্ভর করছে। তার সদিচ্ছা থাকলেই আলোচনা সফল হবে।

    প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও জাতীয় গণ কংগ্রেসের নিয়মিত বার্ষিক অধিবেশনের পর দেশি-বিদেশী সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেয়ার সময় এ কথা বলেছেন।

    ওয়েন চিয়া পাও বলেন, তিব্বত হচ্ছে চীনের ভূভাগের একটি অবিচ্ছেদ্য অংশ। তিব্বত সম্পর্কিত সমস্যা পুরোপুরি চীনের অভ্যন্তরীন ব্যাপার। এর ওপর বিদেশী হস্তক্ষেপ করতে দেয়া হবে না। চীন সরকার দালাই সম্পর্কে নীতি সর্বদাই এক এবং স্পষ্ট। যদি তিনি বিচ্ছিন্নতাবাদী তত্পরতা পরিত্যাগ করেন, তাহলেই তার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হতে পারে। আর এ দরজা সবসময়ই খোলা আছে।

    ওয়েন চিয়া পাও বলেন, দালাই লামা একজন সাধারণ ধর্মীয় ব্যক্তি নন। তাঁকে একজন রাজনৈতিক নির্বাসিত ব্যক্তি বলার যথেষ্ঠ প্রমাণ আছে। তার ধারামসায় প্রতিষ্ঠিত 'নির্বাসিত সরকার' হচ্ছে রাজনীতি ও ধর্মের সমন্বয়ে গঠিত এক বেআইনী সরকার। দালাই লামা সরাসরি তাকে নিয়ন্ত্রণ করেন। দালাই লামা বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়ান। তিনি রাজনৈতিক মহলের কিছু কিছু ব্যক্তিকে বিভ্রান্ত করেন। কিছু পাশ্চাত্য দেশও তাকে কাজে লাগায়। আমরা কেবল দালাই লামার কথা শুনলেই চলবে না, তাঁর করা কাজগুলোও দেখতে হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China