v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের জাতীয় গণ কংগ্রেসের নিয়মিত বার্ষিক অধিবেশন শেষ
2009-03-13 10:41:08

    চীনের ১১তম জাতীয় গণ কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন ১৩ মার্চ সকালে পেইচিংয়ে শেষ হয়েছে। হু চিন থাও, উ পাং কুও, ওয়েন চিয়া পাও ও চিয়া ছিং লিন প্রমুখ পার্টি ও রাষ্ট্রীয় নেতৃবৃন্দ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    অধিবেশনে সরকারী কার্য বিবরণী সংক্রান্ত সিদ্ধান্ত, ২০০৮ সালে জাতীয় আর্থ-সামাজিক উন্নয়ন পরিকল্পনার নির্বাহী অবস্থা আর ২০০৯ সালে জাতীয় আর্থ-সামাজিক উন্নয়ন পরিকল্পনার সিদ্ধান্ত, ২০০৮ সালে কেন্দ্রীয় ও স্থানীয় বাজেটের নির্বাহী অবস্থা আর ২০০৯ সালে কেন্দ্রীয় ও স্থানীয় বাজেটের সিদ্ধান্ত, সর্বোচ্চ গণ আদালতের কার্যবিবরণী সংক্রান্ত সিদ্ধান্ত আর সর্বোচ্চ গণ অভিশংসক সংস্থার কার্যবিবরণী সংক্রান্ত সিদ্ধান্ত ভোটদানের মাধ্যমে গৃহীত হয়েছে। অধিবেশনে সরকারী কার্যবিবরণী, ২০০৯ সালে জাতীয় আর্থ-সামাজিক উন্নয়নের পরিকল্পনা, ২০০৯ সালে কেন্দ্রীয় বাজেট, জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির কার্যবিবরণী, সর্বোচ্চ গণ আদারতের কার্যবিবরণী ও সর্বোচ্চ গণ অবিশংসক সংস্থার কার্যবিবরণী অনুমোদিত হয়েছে।

উ পাং কুও

    জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও সমাপনি অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China