v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তিব্বতী জনসাধারণের ধর্মবিশ্বাসের পূর্ণ অধিকার রয়েছে : সোনলো চাম্পা কেদুপ
2009-03-12 17:00:23
    চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির সদস্য ও তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ছাং তু এলাকার ছামবালিং বৌদ্ধবিহারের বুদ্ধ সোনলো চাম্পা কেদুপ বলেছেন , তিব্বতের সন্নাসী ও জনসাধারণ এখন ধর্মবিশ্বাসের যে পূর্ণ স্বাধীনতা ও অধিকার ভোগ করছেন , তা অভূতপূর্ণ । বুধবার পেইচিংয়ে তিব্বতের গণতান্ত্রিক সংস্কারের ৫০তম বার্ষিকী সংক্রান্ত একটি প্রদর্শনী পরিদর্শনের পর সোনলো সাংবাদিকদের দেয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন । তিনি বলেন ,

    আমাদের ছাংতু এলাকার ছামবালিং বৌদ্ধবিহারে অনেক তীর্থযাত্রী রয়েছে । সরকার আমাদের জন্যে রাস্তা নির্মাণ করেছে , বিদ্যুত ও পানি সরবরাহ করেছে এবং বিহার মেরামতের কাজ চালিয়েছে । আমাদের এখানে মাঝেমধ্যে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

    বুদ্ধ সোনলো বলেন , প্রাচীনকাল থেকেই তিব্বত চীনের একটি অবিচ্ছেদ্য অংশ । এখন তিব্বতী জনগণ সুখে ও স্বাচ্ছন্দে জীবন যাপন করছেন । এটাকে কেউই অস্বীকার করতে পারে না । তিনি বলেন , ইউয়ান রাজবংশ থেকেই তিব্বত চীনের এক অবিচ্ছেদ্য অংগ । কেউই এ বাস্তব সত্যের পরিবর্তন করতে পারবে না ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China